মন্ত্রিত্ব হারালেন, দল থেকেও সাসপেন্ড পার্থ
২৮ জুলাই ২০২২কয়েকদিন দেরিতে হলেও পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে পরিস্থিতি সামাল দিতে চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি কেলেঙ্কারির সঙ্গে জড়িত অভিযোগে পার্থকে ২৭ ঘণ্টা ধরে জেরা করার পর শনিবার তাকে গ্রেপ্তার করেছে ইডি। পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুইটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা এবং পাঁচ কোটির সোনা ও গয়না উদ্ধার করেছে ইডি। তাছাড়াও পার্থ ও অর্পিতার নামে থাকা প্রচুর বাড়ি ও জমিরও হদিশ পাওয়া গেছে বলে সূত্র জানাচ্ছে।
পার্থর হাতে শিল্প, তথ্য-প্রযুক্তি ও পরিষদীয় দপ্তর ছিল। আপাতত তিনটি দপ্তরই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছে রেখেছেন। এছাড়া পার্থ তৃণমূলের মহাসচিব ছিলেন। সন্ধ্যায় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকা হয়। বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, পার্থকে দলের মহাসচিব পদ থেকেও সরিয়ে দেয়া হয়েছে। তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে।
যেভাবে অর্পিতার দুইটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকার বান্ডিল পাওয়া গেছে তার একটা বিরূপ প্রভাব সাধারণ মানুষের মধ্যে পড়েছে বলে তৃণমূলের নেতারাই মনে করছেন। সিপিএম বুধবার তিনটি মিছিল করেছে এবং এসএসসি নিয়ে বিক্ষোভকারীদের কাছে গিয়ে সেই মিছিল শেষ হয়। বৃহস্পতিবার বিজেপি মিছিল করেছে। কংগ্রেসও বৃহস্পতিবার পথে নেমে প্রতিবাদ করেছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য
পার্থর হাত থেকে মন্ত্রিত্ব কেড়ে নেয়ার পর মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ১৮ জানাচ্ছে, মুখ্যমন্ত্রী একটি সরকারি অনুষ্ঠানে বলেছেন, ''পার্থদার কাছে যেসব দপ্তর ছিল, সেগুলি আপাতত আমার কাছে রেখেছি। হয়ত কিছুই করবো না, যতক্ষণ নতুন করে মন্ত্রিসভা গঠন না করছি ততক্ষণ থাকবে। পার্থদাকে রেহাই দিয়েছি। এই দপ্তরগুলো আমার কাছে এসেছে।''
সিদ্ধান্তের প্রতিক্রিয়া
সিপিএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, ''কারো দুর্নীতি যখন ধরা পড়ে, তারপর তিনি মন্ত্রী থাকলেন বা থাকলেন না, সেই বিষয়টি অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিক বিষয় হলো, দুর্নীতির যারা মূল, তারা মন্ত্রিসভায় থেকে গেছেন।'' সিপিএম সাংসদের মতে, ''পার্থ কবে ছাড়া পাবেন তার ঠিক নেই। ফলে তার মন্ত্রিত্ব কেড়ে নেয়ার মধ্যে কোনো চমক নেই।''
বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর মত হলো, ''পার্থ কেবল একজন মন্ত্রী নন, তিনি তৃণমূলের একটা অঙ্গ। ১১ বছর পরে দুর্নীতির দায়ে একজন মন্ত্রী অপসারিত হলেন। তবে একটা দুর্নীতি হয়নি। সব দুর্নীতির অভিযোগ নিয়ে এবার বিচার করতে হবে।''
অর্পিতার আরেকটি ফ্ল্যাট
কলকাতায় অর্পিতার তিনটি ফ্ল্যাটে তল্লাশি করেছে ইডি। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণার চিনার পার্কে নোয়াপাড়ার পূর্বপাড়ায় রয়্যাল রেসিডেন্সিতে অর্পিতার আরেকটি ফ্ল্যাটের হদিশ পায় ইডি। বিকালেই সেখানে গিয়ে তল্লাশি শুরু করেছে তারা। তবে আবাসনের বাসিন্দারা বলেছেন, ২০১৭ সালে সেখানে গিয়েছিলেন অর্পিতা। তারপর আর তাকে দেখা যায়নি।
এসএসসি বিক্ষোভকারী
প্রায় পাঁচশ দিন ধরে এসএসসি-র নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ও চাকরির দাবিতে কলকাতায় বিক্ষোভ চলছে। অবশেষে তাদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেয়ার জন্য উদ্যোগী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অফিস থেকে বৃহস্পতিবার একজন বিক্ষোভকারীর সঙ্গে কথা বলা হয়। শুক্রবার অভিষেক গান্ধী মূর্তির নীচে অবস্থানরত বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে পারেন।
জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)