1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মনিপুরে ৯৩ দিনের অর্থনৈতিক অবরোধ আংশিক প্রত্যাহার

১ নভেম্বর ২০১১

মনিপুর সরকার রাজ্যের কুকি উপজাতি-প্রধান সদর হিলসকে জেলা স্তরে উন্নীত করতে রাজি হওয়ায়, সদর হিলস জেলা কমিটি জাতীয় সড়ক থেকে ৯৩ দিনের আর্থিক অবরোধ তুলে নিয়েছে৷ কিন্তু এলাকার নাগা উপজাতি তাদের পাল্টা অবরোধ অব্যাহত রাখে৷

https://p.dw.com/p/132y9
মনিপুরে অবরোধছবি: DW

গতকাল মনিপুর সরকার ও কুকি উপজাতি প্রতিনিধিদের মধ্যে আলোচনায় মনিপুরের নাগা অধ্যুষিত সেনাপতি জেলার কুকি উপজাতি-প্রধান এলাকাকে জেলা স্তরে উন্নীত করার দাবি সরকার মেনে নেওয়ায়, কুকিরা রাজ্যের দুটি প্রধান জাতীয় সড়ক থেকে ৯৩ দিনের অর্থনৈতিক অবরোধ তুলে নেয়৷ এই মর্মে একটি সমঝোতা চুক্তিপত্র সই হয়৷ ঐ দুটি জাতীয় সড়ক কার্যত মনিপুরের জীবন রেখা৷ একটি ইম্ফল-ডিমাপুর-গুয়াহাটির ৩৯ নং জাতীয় সড়ক অন্যটি ৫৩ নং জিরিবাম-শিলচর জাতীয় সড়ক৷

মনিপুরের মুখ্যমন্ত্রী ওইবোবি সিং সংবাদ মাধ্যমকে বলেন, সরকার ও কুকি হিলস জেলা কমিটির মধ্যে যে সমঝোতা চুক্তি হয়েছে তা খতিয়ে দেখলে বোঝা যাবে তাতে কী আছে৷ এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, যাতে নাগাল্যান্ড সরকার অন্য সম্প্রদায়ের মনে আঘাত লাগতে পারে এমন কিছু করবে৷

Flash-Galerie Indien Manipur Demonstration
ছবি: DW

সেনাপতি জেলার সংযুক্ত নাগা কাউন্সিল কুকিদের এই দাবির বিরুদ্ধে জাতীয় সড়কে পাল্টা অবরোধ চালিয়ে আসছে গত ৭০ দিন ধরে৷ ফলে অবরোধ পুরোপুরি ওঠেনি৷ নাগা কাউন্সিলের অভিযোগ সিদ্ধান্ত নেবার আগে তাদের সঙ্গে আলোচনা করা হয়নি৷ নাগা অধ্যুষিত সেনাপতি জেলার নাগরিক সংগঠন নাগা কাউন্সিলের কাছে অবরোধ তুলে নেবার অনুরোধ জানালে নাগা কাউন্সিল তাতে সাড়া দেয়নি৷

সরকারি সূত্রে বলা হয়, দীর্ঘদিন সড়ক অবরোধের ফলে রাজ্যে অত্যাবশ্যক জিনিসপত্রের দাম আকাশছোঁয়া৷ নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে মনিপুরে রোজ প্রায় ৪০০ ট্রাক যায়৷ অবরোধকালে পুলিশ পাহারায় গোটা সপ্তাহে যেত তার অর্ধেক৷ রান্নার গ্যাস-সিলিন্ডারের দাম বেড়ে হয় হাজার টাকা৷ সংযুক্ত নাগা কাউন্সিল অবরোধ তুলে না নিলে দামে বিশেষ ফারাক পড়বেনা৷

উল্লেখ্য, ৯০-এর দশকে স্বভূমির দাবিতে নাগা-কুকি সংঘর্ষ লেগেই থাকতো৷ যাতে মার যায় কয়েকশো লোক৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য