মধ্য ইউরোপে বন্যা
৪ জুন ২০১৩ইউরোপে বন্যা? হ্যাঁ, বাংলাদেশের মতো ইউরোপও বন্যার কবলে পড়ে প্রায় প্রতি বছরই৷ এই যেমন, এ বছরের বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশ চেক প্রজাতন্ত্র৷ সেখানকার রাজধানী প্রাগ-এর বিভিন্ন এলাকা বন্যার কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে৷ মারা গেছেন এখন পর্যন্ত পাঁচজন৷ নিখোঁজ রয়েছেন আরো চারজন৷ লাইনে পানি ওঠায় মেট্রো চলাচল বাতিল হয়ে গেছে৷ বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান৷
দুর্গত এলাকা থেকে অনেককে সরিয়ে নেয়া হয়েছে৷ হেলেনা হলুবোভা নামে প্রাগের এক বয়স্ক নাগরিক বলছেন, ‘‘সব ধরণের প্রযুক্তি থাকার পরও মানুষ যে প্রকৃতির কাছে কতটা অসহায় সেটা এখন বোঝা যাচ্ছে৷''
এদিকে, জার্মানির দক্ষিণপূর্ব শহর পাসাও-তে বন্যা মোকাবেলায় দেড় হাজারেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে৷ তারা উদ্ধারকর্মীদের সহায়তা করছেন৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মঙ্গলবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন৷
পাসাও শহরের এক মুখপাত্র বন্যা পরিস্থিতিকে ‘নাটকীয়' বলে আখ্যায়িত করেছেন৷ সেখানে পানির উচ্চতা গত ৭০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানা গেছে৷
বন্যায় আক্রান্ত হয়েছে অস্ট্রিয়া আর সুইজারল্যান্ডেরও কিছু অংশ৷ অস্ট্রিয়ার কর্তৃপক্ষের আশঙ্কা বন্যার পানি ২০০২ সালের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে৷ সেবার বন্যার কারণে ক্ষতির পরিমাণ ছিল প্রায় সাড়ে সাত বিলিয়ন ইউরো৷
জেডএইচ/ডিজি (এএফপি, এপি)