1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারো হরতাল বাংলাদেশে

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৭ ডিসেম্বর ২০১২

বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করাসহ তিন দফা দাবিতে আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ৷

https://p.dw.com/p/173nw
ছবি: Getty Images

হরতাল সফল করতে ব্যাপক জনসংযোগ করছে এই দুটি বাম দল৷ তারা হরতালের সমর্থনে মিছিল মিটিং ছাড়াও সন্ধ্যায় ঢাকাসহ সারা দেশে মশাল মিছিল করেছে৷ সিপিবি-র পলিটব্যুরো সদস্য হায়দার আকবর খান রনো ডয়চে ভেলেকে বলেন, সংবিধান অনুযায়ী জামায়াত বাংলাদেশে রাজনীতি করতে পারে না৷ আর সাম্প্রতিক সময়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে তারা যে সহিংস কাজ করছে, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না৷

এছাড়া, আশুলিয়ার তাজরিন ফ্যাশনস-এ আগুনের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও মালিককে গ্রেপ্তার এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ নাগরিক সমস্যার সামসাধানের দাবিতে তাদের এই হরতাল৷

হায়দার আকবর খান রনো বলেন, তারা ভয়ভীতি দেখিয়ে বা গাড়ি ভাঙচুর করে হরতাল করবেন না৷ বরং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবেই হরতাল সফল করবে৷ তিনি সাম্প্রতিক সময়ে হরতাল এবং হরতাল প্রতিরোধের নামে সাহিংস কাজের তীব্র সমালোচনা করেন৷

তিনি জানান, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার যে দাবি তারা করছেন তার সঙ্গে ব্যক্তিগতভাবে সরকারের কোনো কোনো মন্ত্রী একমত৷

এদিকে, সরকারের কোনো কোনো মন্ত্রী আবার এই হরতালকে অপ্রেয়োজনীয় বলেও উল্লেখ করেছেন৷ তবে বিরোধী দল বিএনপি'র কোনো প্রতিক্রিয়া জানা যায়নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান