আবারো হরতাল বাংলাদেশে
১৭ ডিসেম্বর ২০১২হরতাল সফল করতে ব্যাপক জনসংযোগ করছে এই দুটি বাম দল৷ তারা হরতালের সমর্থনে মিছিল মিটিং ছাড়াও সন্ধ্যায় ঢাকাসহ সারা দেশে মশাল মিছিল করেছে৷ সিপিবি-র পলিটব্যুরো সদস্য হায়দার আকবর খান রনো ডয়চে ভেলেকে বলেন, সংবিধান অনুযায়ী জামায়াত বাংলাদেশে রাজনীতি করতে পারে না৷ আর সাম্প্রতিক সময়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে তারা যে সহিংস কাজ করছে, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না৷
এছাড়া, আশুলিয়ার তাজরিন ফ্যাশনস-এ আগুনের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও মালিককে গ্রেপ্তার এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ নাগরিক সমস্যার সামসাধানের দাবিতে তাদের এই হরতাল৷
হায়দার আকবর খান রনো বলেন, তারা ভয়ভীতি দেখিয়ে বা গাড়ি ভাঙচুর করে হরতাল করবেন না৷ বরং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবেই হরতাল সফল করবে৷ তিনি সাম্প্রতিক সময়ে হরতাল এবং হরতাল প্রতিরোধের নামে সাহিংস কাজের তীব্র সমালোচনা করেন৷
তিনি জানান, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার যে দাবি তারা করছেন তার সঙ্গে ব্যক্তিগতভাবে সরকারের কোনো কোনো মন্ত্রী একমত৷
এদিকে, সরকারের কোনো কোনো মন্ত্রী আবার এই হরতালকে অপ্রেয়োজনীয় বলেও উল্লেখ করেছেন৷ তবে বিরোধী দল বিএনপি'র কোনো প্রতিক্রিয়া জানা যায়নি৷