1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেনিসে ফরাসি স্বপ্ন: দেনোয়েভ, দেপার্দিউ একত্রে

৫ সেপ্টেম্বর ২০১০

ফরাসি সিনেমার এই দুই আইকনকে শনিবার দেখা গেল ‘‘পটিশ’’ নামের একটি ছবিতে৷ ভাঁড়ামোর ছবি৷ তায় আবার রয়েছে নায়ক-নায়িকার বয়স: নায়কের ৬১, নায়িকার ৬৬৷

https://p.dw.com/p/P4ZI
‘‘ডেনোয়েভ’’ছবি: AP

কিন্তু গ্রেস কেলি, লিজ টেইলর'এর মতো এক ধরণের সম্রাজ্ঞীসুলভ রূপ নিয়ে ধরায় এবং রুপোলি পর্দায় এসেছিলেন ক্যাথ্রিন দেনোয়েভ৷ বয়সে সেই রূপের মহিমা বেড়েছে বৈ কমেনি৷ ফরাসিরা সাদরে এবং সসম্ভ্রমে বলে: দেনোয়েভ৷ আর জেরার্দ দেপার্দিউ তো তাদের সাইরানো, তাদের মন্টে ক্রিস্টো, তাদের ওবেলিক্স, তাদের সব কিছু৷ তিনিও ফরাসিত্বের এক আইকন৷

Gerard Depardieu
জেরার্দ দেপার্দিউছবি: AP

একটি নাটকের ওপর ভিত্তি করে ছবি৷ কাহিনী হল, বুর্জোয়া গৃহিণী সুজান পুজোল স্বামী অসুস্থ হয়ে পড়ায় স্বামীর ছাতার কারখানার দায়িত্ব নিয়ে কাজে ডুবে গেলেন৷ কখনও শ্রমিকদের ঠাণ্ডা করার চেষ্টা করছেন, কখনও বা মেয়রের পদের জন্য নির্বাচনে দাঁড়াচ্ছেন৷ ওদিকে দেপার্দিউ হলেন শ্রমিক নেতা এবং মেয়র পদপ্রার্থী বাব্যাঁ৷ সময়টা: সত্তরের দশকের শেষে৷

ছবির পরিচালক কিন্তু তরুণ, অর্থাৎ ৪২ বছর বয়সী ফ্রঁসোয়া ওজঁ৷ বলতে কি, এ'বছরের ‘মস্ত্রা', মানে ভেনিস চলচ্চিত্র উৎসবে তারুণ্যের জোয়ারটা মোটামুটি ক্যামেরার পিছনেই৷ একাধিক তরুণ চিত্রপরিচালককে ডাক দেওয়া হয়েছে৷ বুধবার উৎসব শুরুই হয় ৪১ বছর বয়সী মার্কিন পরিচালক ড্যারেন এ্যারোনোফস্কি'র ‘‘ব্ল্যাক সোয়ান'' থ্রিলারটি দিয়ে৷ ফ্রান্সিস ফোর্ড কপেলার মেয়ে, ৩৯ বছর বয়সী সোফিয়া কপোলা তাঁর পিতা-পুত্রীর নাটকীয় ছবি ‘‘সামহোয়্যার'' দেখান শুক্রবার৷ আছে ৪৯ বছর বয়সী ভিনসেন্ট গ্যালো'র একটি ছবি৷ আর জুরির প্রধান হলেন ৪৭ বছর বয়সী কোয়েন্টিন টারান্টিনো৷

Quentin Tarantino Venedig Filmfestival 2010
জুরি প্রেসিডেন্ট কোয়েন্টিন টারান্টিনোছবি: picture-alliance/dpa

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়