ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার ৮ শহরের চিত্র
ভয়াবহ এক ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ার বেশ কিছু শহর এখন বিধ্বস্ত৷ মৃতের সংখ্যা দু দেশ মিলিয়ে ৪১ হাজার ছাড়িয়েছে৷ দেখুন তুরস্ক ও সিরিয়ার আটটি শহরের এখন কী অবস্থা...
এলবিস্তান, তুরস্ক
কাহরামানমারাস প্রদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা শহরের অনেক ভবন ভূমিকম্পে ধসে পড়েছে৷ ছবির এই রাস্তায় অবশ্য বেশ কিছু ভবন টিকে আছে৷ ধসে পড়া- না পড়া ভবনগুলোর মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন দুজন৷
কাহরামানমারাস, তুরস্ক
কাহরামানমারাস শহরের প্রায় সব ঘর-বাড়ি ভেঙে পড়েছে৷ একটি ভবনের ধ্বংসস্তূপের কাছেই নামাজ পড়ছেন একজন৷
গাজিয়ানতেপ, তুরস্ক
আনাতোলিয়া প্রদেশের গাজিয়ানতেপ শহরে প্রায় ২১ লাখ মানুষের বাস৷ তবে ভূমিকম্পের পর কোথাও এখন খুব একটা মানুষ দেখা যায় না, চারপাশে শুধু ধ্বংসের চিহ্ন৷
ইসকেন্দারুন, তুরস্ক
ইসকেন্দারুন শহারের এক পার্কের বেঞ্চে ঘুমিয়ে নিচ্ছেন একজন৷
আন্তাকিয়া, তুরস্ক
উদ্ধারকর্মীরা টানা কাজ করায় ক্লান্ত হয়ে পড়ছেন৷ আন্তাকিয়া শহরে ক্লান্ত এক উদ্ধারকর্মী রাস্তার পাশেই ঘুমাচ্ছেন৷
লাতাকিয়া, সিরিয়া
তুরস্কের সীমান্ত সংলগ্ন সিরিয়ার বেশ কয়েকটি শহরেও রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে ভূমিকম্প৷ লাতাকিয়া শহরও ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত৷ ওপরের ছবিতে লাতাকিয়া শহরের একটি সড়ক৷
আলেপ্পো, সিরিয়া
কিছুদিন আগেও রক্তক্ষয়ী যুদ্ধের খবর আসতো আলেপ্পো শহর থেকে৷ সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহরটিতে এখন যেন শ্মশানের নীরবতা৷ ভূমিকম্পের ধ্বসে পড়া এক ভবনের ধ্বংসস্তূপের সামনে বসে আছেন এক নারী৷
আদিয়ামান, তুরস্ক
আদিয়ামান শহরে বিশাল এক মিনারও ধসে পড়েছে৷ মিনারটি ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন এক পথচারী৷