ভুল গানে ভ্যাবাচ্যাকা!
২৪ অক্টোবর ২০১৮নিয়মমাফিক খেলা শুরুর আগে সবাই জাতীয় সংগীতের জন্য প্রস্তুত৷ তৈরি খেলতে নামা দল দক্ষিণ কোরিয়া ও জর্ডান৷
হঠাৎ দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতের বদলে বেজে উঠলো উত্তর কোরিয়ার জাতীয় সংগীত৷
বুকে হাত দিয়ে নিজের দেশের গান গাইতে তৈরি দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা রীতিমতো হতবাক!
ইন্দোনেশিয়ার রাজধানী, জাকার্তার কাছে পেট্রিয়ট চন্দ্রভাগা স্টেডিয়ামে এএফসি অনুর্ধ্ব-১৯ বাছাইপর্বের খেলার আগে ঘটেছে এ ঘটনা৷
বাজার কথা দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীত ‘এগুকা', কিন্তু তা না হয়ে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজার কারণে খেলা শেষ হবার পর প্রতিবাদ করেছেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা৷
জানা গেছে, ইতিমধ্যে এশিয়ান ফুটবল কনফেডেরেশন (এএফসি)-র কাছে লিখিতভাবে প্রতিবাদও জানিয়েছে এশিয়ার ফুটবলের পরাশক্তি দক্ষিণ কোরিয়া৷
কার ভুলে ঘটলো এমন অঘটন তা যদিও এখনো পরিষ্কার নয়, কিন্তু আয়োজকরা দোষ চাপাচ্ছেন শব্দ বিভাগের ওপরেই৷
‘‘মহড়ার সময়ে ঠিক গান বাজলেও মূল সময়ে ভুল গান বেজে যায়৷ যে ব্যক্তি এই ভুলটি করেন, তাঁকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে৷ কিন্তু এএফসি-র উচিত ছিল এ বিষয়ে আরো সচেতন থাকা', জানান মিডিয়া সমন্বয়কারীদের একজন৷
চলতি বছরে দুই কোরিয়ার সম্পর্ক কিছুটা হলেও উন্নতির দিকে৷ এ বছরেই তিনবার দেখা করেছেন দুই দেশের শীর্ষ নেতা কিম জং উন ও মুন জে-ইন৷
১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের পর থেকেই দক্ষিণ ও উত্তর কোরিয়া খাতায়-কলমে এখনো যুদ্ধরত, কারণ, তাদের মধ্যে কোনো শান্তি চুক্তি এখনো হয়নি৷
কিন্তু সম্পর্কে উন্নতি হলেও খেলার ময়দানে এমন বিভ্রাট কোনো কোরিয়ার কাছেই নতুন নয়৷
প্রসঙ্গত, এর আগে ২০১২ সালের অলিম্পিক ফুটবলের গ্রুপ ম্যাচে উত্তর কোরিয়ার নারী ফুটবল দল তাঁদের দেশের পতাকার বদলে দক্ষিণ কোরিয়ার পতাকা ওড়ানোয় মাঠ ছেড়ে চলে যায়৷
এসএস/এসিবি (এএফপি)