1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভারত সফর সফল’

৪ নভেম্বর ২০১২

এক সপ্তাহের ভারত সফর শেষে শনিবার দেশে ফিরেছেন বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া৷ খালেদা জিয়া ঢাকায় ফেরার পথে দিল্লিতে বিমানবন্দরে এই সফরকে সফল বলে জানিয়েছেন সাংবাদিকদের৷

https://p.dw.com/p/16cSf
Indian finance minister Pranab Mukharjee called on Bangladeshi opposition leader Begum Khaleda Zia in Dhaka, on May 5, 2012. photo @ Harun Ur Rashid Swapan and DW is permited to use. Regards Swapan, Dhaka
ছবি: DW/Swapan

খালেদা জিয়া রাষ্ট্রীয় সফরে ভারত যান গত ২৮শে অক্টোবর৷ তিনি সেখানে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, বিরোধী দলীয় নেত্রী সুষমা স্বরাজ, পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ, পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই, জাতীয় নিরপত্তা বিষয়ক উপদেষ্টা শিবশংকর মেননের সঙ্গে বৈঠক করেছেন৷ শনিবার তিনি ঢাকায় ফেরার আগে বৈঠক করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে৷ বৈঠকে বাংলাদেশের মাটিকে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করতে না দেয়ার কথা বলেছেন খালেদা জিয়া৷ ঢাকায় ফেরার পথে তিনি দিল্লি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন৷ তিনি সাংবাদিকদের কাছে তার ভারত সফরকে সফল বলে উল্লেখ করেন৷ তিনি দ্বিপাক্ষিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে একমত হয়েছেন৷

এদিকে ঢাকায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন খালেদার এই সফর তাদের কাছেও গুরুত্বপূর্ণ৷ খালেদা জিয়া ভারতকে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রকাশ করা হবে৷ আর খালেদা জিয়া যেন সেসব প্রতিশ্রুতি রক্ষা করেন৷

আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. এম শাহিদুজ্জামান খালেদা জিয়ার এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন৷ তিনি বলেন এতে দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক বাড়বে৷

এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন মনে করেন এতে ভারতে বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনা বাড়বে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য