1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে লোকপাল বিল নিয়ে ইতিবাচক বৈঠক

২০ জুন ২০১১

দুর্নীতি বিরোধী লোকপাল বিল নিয়ে সরকার ও নাগরিক কমিটির প্রতিনিধিদের খসড়া যৌথ কমিটির বৈঠক ইতিবাচক বাতাবরণেই শেষ হয়েছে৷ তবে আন্না হাজারে সমর্থকরা খুশি নয়৷

https://p.dw.com/p/11fai
মানব সম্পদ বিকাশমন্ত্রী কপিল সিব্বালছবি: UNI

দুর্নীতি বিরোধী লোকপাল বিল নিয়ে সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিরা নিজেদের অবস্থানে যে অনমনীয় মনোভাব নিয়েছিল আজ অষ্টম দফার বৈঠক সেদিক থেকে যথেষ্ট ইতিবাচক বলে মনে করছে উভয় পক্ষ৷

বৈঠক শেষে সরকারের তরফে মানব সম্পদ বিকাশমন্ত্রী কপিল সিব্বাল সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আমার দৃঢ় বিশ্বাস, এক কড়া লোকপাল বিল আমরা তৈরি করতে পারবো৷'' ৮০-৮৫ শতাংশ ক্ষেত্রে ঐকমত্য হয়েছে৷ যেসব ইস্যুতে মতভেদ আছে সেবিষয়ে উভয়পক্ষ আজকের বৈঠকে নিজেদের বক্তব্য রাখেন এবং একে অপরের অবস্থান অনুধাবন করেন৷ আগামীকাল উভয় পক্ষ সেবিষয়ে আলাদা আলাদা খসড়া পেশ করবেন৷ তারপর তা যাবে ক্যাবিনেট কমিটিতে৷ সংসদের বাদল অধিবেশনে পেশ করার আগে রাজনৈতিক দলগুলির মত নেয়া হবে, বলেন মন্ত্রী কপিল সিব্বাল৷

Anna Hazare
দুর্নীতি-বিরোধী আন্দোলনের মুখ আন্না হাজারেছবি: UNI

অপরদিকে আন্না হাজারের নাগরিক কমিটির প্রতিনিধিদের পক্ষে আইনজীবী প্রশান্তভূষণ বলেন, ‘‘আলোচনার বাতাবরণ ছিল হৃদ্যতাপূর্ণ৷ তবে যেসব বিষয়ে মতভেদ ছিল তা এখনো আছে এবং মতানৈক্যের আরো কিছু বিষয় যুক্ত হয়েছে৷ একটা হলো লোকপাল কমিটির সদস্য নিয়োগ সংক্রান্ত৷ আমরা চাই কমিটিকে ব্যাপকতর করতে, যেখানে থাকবেন নিরপেক্ষ ও অ-রাজনৈতিক বিশিষ্টজনেরা৷'' সরকার চাইছে কমিটিতে রাজনৈতিক ব্যক্তিদের আধিপত্য৷ দ্বিতীয়ত, নাগরিক পক্ষ চাইছে, লোকপালের অপসারণে বা লোকপালের বিরুদ্ধে যে-কোন নাগরিক সুপ্রীম কোর্টে অভিযোগ দায়ের করতে পারবে৷ আর সরকারের মতে সেকাজ করবে শুধুমাত্র সরকার৷ বিতর্কিত ইস্যুগুলিতে উভয়পক্ষ নিজেদের বক্তব্য সম্বলিত পৃথক পৃথক খসড়া পেশ করবে আগামীকালের বৈঠকে৷

কোন কোন ইস্যুতে মতৈক্য হয়নি৷ যেমন প্রধানমন্ত্রী ও বিচারবিভাগকে বিলের আওতায় আনা৷ কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই ও কেন্দ্রীয় নজরদারি কমিশন সিভিসিকে সংযুক্ত করা,নীচের তলার আমলাদের দুর্নীতিকে এর মধ্যে আনা এবং সংসদে এমপিদের গর্হিত আচরণের বিরুদ্ধে লোকপালের ব্যবস্থা নেয়ার ক্ষমতা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান