1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে ফর্মুলা ওয়ান রেসেও ফেটেলের জয় অব্যাহত

৩১ অক্টোবর ২০১১

রেড বুলের অপ্রতিরোধ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সেবাস্টিয়ান ফেটেল রবিবার ভারতের নয়ডায় গ্রঁ প্রি তে বিজয়ী হলেন৷ এটা ছিল এই সিজনে তার ১১ তম বিজয়৷

https://p.dw.com/p/1329T
Red Bull driver Sebastian Vettel of Germany celebrates on the podium after winning the Indian Formula One Grand Prix at the Buddh International Circuit in Noida, 38 kilometers (24 miles) from New Delhi, India, Sunday, Oct. 30, 2011. (Foto:Luca Bruno/AP/dapd)
ভারতের প্রথম ফর্মুলা ওয়ান রেসে জয়ী ফেটেলছবি: dapd

প্রচণ্ড গরম এবং ধুলার মধ্যে বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে শুরু হয় ফর্মুলা ওয়ান রেস৷ ২৪ বছর বয়স্ক জার্মান ফেটেল নিঁখুতভাবে প্রতিটি ল্যাপ শেষ করেন৷ কোন একক সিজনে কোন রেসার এতগুলো ল্যাপ একসঙ্গে শেষ করেনি৷ এর আগে ১৯৯২ সালে নাইজেল ম্যানসেল তা শেষ করেছিলেন এবং তিনি ছিলেন রেকর্ডধারী৷ এবার এই রেকর্ড ভঙ্গ করলেন ফেটেল৷

পরপর দু বছর ফেটেল এবং তাঁর দল চ্যাম্পিয়নশিপ ট্রফি ঘরে নিলেন৷ ২০০৯ সালের চ্যাম্পিয়ন ব্রিটিশ জেনসন বাটন দ্বিতীয় হন রবিবারের রেসে৷ তিনি ফেটেলের পেছনেই ছিলেন এবং ফেটেল রেস শেষ করার ৮.৪ সেকেন্ড পর বাটন শেষ করেন তাঁর রেস৷ আর ফেরারির ফারনান্দো আলোনজো শেষ করেন ১৫.৮ সেকেন্ড পর৷

Bollywood actor Shahrukh Khan gestures after speaking to the media at the Lap Buddh International Circuit after party in Noida, 38 kilometers (24 miles) from New Delhi, India, Monday, Oct. 31, 2011. (Foto: Mustafa Quraishi/AP/dapd)
উপস্থিত ছিলেন শাহরুখ খানওছবি: dapd

খেলা শেষ হবার ঘোষণার সাদা-কালো চেক পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার৷ পতাকা দেখেই ফেটেল আনন্দ এবং উল্লাসে চৎকার দিয়ে ওঠেন৷

রবিবারের এই রেস উপভোগ করেছে প্রায় ৯৫ হাজার দর্শক৷ এই রেসের পর ফেটেলের সংগ্রহে এখন ৩৭৪ পয়েন্ট, ম্যাকলারেনের বাটন পেয়েছেন ২৪০ এবং আলোনজো পয়েছেন ২২৭ পয়েন্ট৷

রেস শুরুর আগে ইন্ডি ফাইফহান্ড্রেড উইনার ড্যান ওয়েলডন এবং মোটোজিপির রেসার মার্কো সিমনচেলিকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ উল্লেখ্য, ফর্মুলা ওয়ান গ্রঁ প্রি ভারতে এবারই প্রথম আয়োজিত হল৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য