ভারতে ফর্মুলা ওয়ানের রেস - আর মাত্র কয়েকটি দিন
২৫ অক্টোবর ২০১১নতুন দিল্লির কাছেই গ্রেটার নয়ডার সালারপুর গ্রামে বসবাস করে মীরা৷ সে অবাক চোখে তাকিয়ে দেখছে ফর্মুলা ওয়ানের রেসিং সার্কিট৷ চার সন্তানের জননী মীরার প্রশ্ন, কী এই ফর্মুলা ওয়ান? আমরা জানি না৷ শুধু জানি, এই খেলার জন্য আমাদের জায়গা জমি নিয়ে নেয়া হয়েছে৷
সার্কিট তৈরির সময় শুধু মাত্র ফ্লাডলাইটের পেছনেই খরচ করা হয়েছে চারশো মিলিয়ন ডলার৷ এর ফলে অনেক দূর থেকেও অন্তত এক লক্ষ দর্শক খেলা দেখতে পাবে৷ সমালোচকরা মনে করছেন, ভারতের মত দেশে এটি অত্যন্ত বাড়াবাড়ি৷ কারণ এই রেসের খেলার সবচেয়ে সস্তা টিকিটও অনেকের ক্রয় ক্ষমতা বাইরে৷
তবে প্রচার মাধ্যমগুলো ‘প্রথম বারের মত গ্রঁ প্রি ভারতে' – তা নিয়ে হৈ চৈ শুরু করে দিয়েছে৷ আশা করা হচ্ছে, জনপ্রিয় গায়িকা লেডি গাগা, শাহরুখ খানের মতো বলিউডের তারকারা সহ ক্রিকেট তারকারাও আসবেন ফর্মুলা ওয়ানের রেসিং উপভোগ করতে৷ কমনওয়েল্থ গেমসের সময় ভারত মুখোমুখি হয়েছিল তুমুল সমালোচনার৷ ফর্মুলা ওয়ান রেসের মাধ্যমে সেই কলঙ্ক থেকে যদি নিস্তার পাওয়া যায় তাহলে মন্দ কি?
এই রেসের আয়োজক জেপি স্পোর্টস ইন্টারন্যাশনাল৷ গ্রুপের চেয়ারম্যান জয়প্রকাশ গৌড় জানান, ‘খুব দ্রুত এবং নিঁখুতভাবে সার্কিট তৈরির কাজ এগিয়ে গেছে৷ কমনওয়েল্থ গেমসের মত কোন সমস্যার মুখোমুখি আমরা হইনি৷ অন্যান্য দেশে ভারত সম্পর্কে যে ধারণার জন্মেছিল তা এবার পুরোপুরি পাল্টাতে বাধ্য৷ কমনওয়েল্থ গেমসের কথা কেউ আর মনে করবে না৷'
সবচেয়ে সস্তা টিকিটের দাম হচ্ছে ৫০ ডলার অর্থাৎ আড়াই হাজার ভারতীয় টাকা৷ আর সবচেয়ে দামী হচ্ছে কর্পোরেট বক্সের টিকিট৷ দাম – দু'শো ডলার৷ কর্পোরেট বক্সের প্রায় সবগুলো টিকিটই বিক্রি হয়ে গেছে৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: সঞ্জীব বর্মন