ভারতে পলাতক বঙ্গবন্ধুর দুই খুনিকে ফেরত চায় বাংলাদেশ
৫ আগস্ট ২০১১স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এতথ্য জানিয়ে বলেছেন, আগামী মাসে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের আগেই তা সম্ভব হতে পারে৷
ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের আগেই ফেরত দেয়ার চেষ্টা করছে বাংলাদেশ সরকার৷ অনুপ চেটিয়া বাংলাদেশের কারাগারে আটক আছেন৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানান এজন্য আলাপ আলোচনা চলছে৷ তবে সব কিছুই নির্ভর করছে দু'পক্ষের আন্তরিকতার ওপর৷
তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি না থাকলেও সমঝোতার মাধ্যমেই অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেয়া হবে৷ কারণ এর বিনিময়ে বাংলাদেশ ভারতের কাছ থেকে সেখানে পলাতক বঙ্গবন্ধুর দুই খুনী ক্যাপ্টেন মাজেদ এবং রিসালদার মুসলেহ উদ্দিনকে ফেরত চায়৷
তিনি বলেন, ভারত সেখানে পলাতক বঙ্গবন্ধুর দুই খুনীকে ফেরত দিতে রাজী হয়েছে৷ তবে তারা বলেছে, ওই দু'জন ভারতের কোথায় কীভাবে আছে তা সুনির্দিষ্টভাবে জানাতে হবে বাংলাদেশকে৷
ঢাকার স্বরাষ্ট্র মন্ত্রনালয় সূত্র জানায় বঙ্গবন্ধুর দুই খুনী ক্যাপ্টেন মাজেদ এবং রিসালদার মুসলেহ উদ্দিন ভারতের একটি কারাগারে আটক আছে বলে তাদের কাছে তথ্য রয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন