ভারতের স্পিন সামলাতে পারলো না অস্ট্রেলিয়া
২০ ফেব্রুয়ারি ২০২৩প্রথম ইনিংসে তাও লড়াই করেছিল অস্ট্রেলিয়া। ২৬৩ রান তুলেছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে দুই ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের স্পিনের সামনে তারা দাঁড়াতে পারলেন না। ১১৩ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। জয়ের জন্য ১১৫ রান তুলতে হত। চার উইকেট হারিয়ে তা তুলে নিলেন রোহিত শর্মারা।
তবে দ্বিতীয় ইনিংসে মারতে গিয়ে আউট হন কোহলি, শ্রেয়স আইয়াররা। ফলে একসময় চার উইকেট হারিয়ে সামান্য টেনশনে ছিলেন রোহিত। কিন্তু একশতম টেস্ট খেলতে নামা চেতেশ্বর পূজারা ও উইকেটরক্ষক ভরত দ্রুত সেই রান তুলে দেন।
স্পিনের ধাক্কা
অশ্বিন, জাদেজার বল উইকেটে বল পড়ে কখনো নিচু হয়েছে। কখনো বেশি স্পিন বা বাউন্স করেছে। তার উপর ফ্লাইট ও গতির তারতম্যে বারবার অস্ট্রেলিয়ার ব্য়াটসম্যানদের বিভ্রান্ত করেছেন তারা। ফলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্য়ানরা তাদের সামনে দ্বিতীয় ইনিংসে কার্যত আত্মসমর্পন করেছেন।
অস্ট্রেলিয়াও স্পিনারদের টিমে নিয়েছিল। কিন্তু পরপর দুইটি টেস্টে দেখা গেল, তারা কেউই অশ্বিন, জাদেজার মতো মানের নয়। ভারতীয় ব্য়াটসম্যানদের সেভাবে বেগ দিতে পারেননি। প্রথম ইনিংসে অক্ষর প্যাটেল, অশ্বিন যেভাবে তাদের বিরুদ্ধে ব্যাট করে দলের স্কোরকে ২৬২ রানে পৌঁছে দিয়েছেন তা বিশেষ উল্লেখের দাবি রাখে।
জাদেজা দ্বিতীয় ইনিংসে সাতটি উইকেট নিয়েছেন। অশ্বিন নিয়েছেন তিনটি উইকেট।
ভারতের রেকর্ড
অস্ট্রেলিয়াকে দিল্লিতে হরিয়ে একটা রেকর্ড করলো ভারত। এই নিয়ে তারা অস্ট্রেলিয়াকে ৩২টি টেস্ট ম্যাচে হারালো। সেই ১৯৪৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে ভারত। তারপর থেকে এখনো পর্যন্ত ভারত জিতেছে ৩২টি টেস্টে, অস্ট্রেোলিয়া ৪৩টিতে, কয়েকটি টেস্ট ড্র ও একটি টাই হয়েছে।
ভারত অন্য কোনো দেশের বিরুদ্ধে এতগুলি টেস্টে জেতেনি।
কোহলির রেকর্ড
আন্তর্জতিক ক্রিকেটে ২৫ হাজার পূর্ণ করলেন বিরাট কোহলি। তিনি হলেন ষষ্ঠ ব্যাটার, যিনি এই মাইলফলক ছুঁলেন। তবে তিনি সবচেয়ে কম ম্যাচ খেলে এবং সবচেয়ে বেশি গড় নিয়ে ২৫ হাজার রান করেছেন।
তার ব্যাটিং গড় ৫৩ দশমিক ৬৫। বিরাট টেস্টে করেছেন আট হাজার ১৯৫, একদিনের আন্তর্জাতিকে ১২ হাজার ৮০৯, টি-টোয়েন্টিতে করেছেন চার হাজার আট রান।
এই তালিকায় এক নম্বরে আছেন শচিন টেনডুলকর। তিনি করেছেন ৩৪ হাজার ৩৫৭ রান।
রাহুল সহ-অধিনায়ক নন
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি দুইটি টেস্টের দল ঘোষণা করলো বোর্ড। দল একই আছে। তবে কে এল রাহুলকে সহ-অধিনায়ক করা হয়নি। রাহুল প্রথম দুইটি টেস্টে করেছেন মাত্র ৩৮ রান। ২০২২ থেকে সাতটি টেস্টে করেছেন ১৭৫ রান।
রাহুলকে নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন সাবেক ক্রিকেটার বেঙ্কটেশ প্রসাদও। কেন রাহুলকে দলে নেয়া হবে এই প্রশ্নও তুলেছেন। সহ-অধিনায়ক না করে রাহুলকে কি সতর্কবার্তা দিয়ে রাখলো বোর্ড?
দেশে ফিরলেন কামিন্স
দ্বিতীয় টেস্টের পরেই অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স দেশে ফিরছেন বলে সেদেশের সংবাদমাধ্যম জানিয়েছে। তাদের রিপোর্ট, পারিবারিক কারণে দেশে ফিরছেন কামিন্স। তৃতীয় টেস্ট শুরু ১ মার্চ থেকে। তার আগে তিনি ভারতে ফিরবেন।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)