1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতীয় ধনকুবেরদের উদ্বুদ্ধ করতে দিল্লিতে গেটস ও বাফেট

২৪ মার্চ ২০১১

বিশ্বের দুই ধনকুবের বিল গেটস এবং ওয়ারেন বাফেট নতুন দিল্লীতে একটি চ্যারিটি শো-র আয়োজন করেছেন৷ সেখানে তাদের সঙ্গে যোগ দিয়েছিল ভারতের বেশ কয়েকজন শীর্ষ ধনী ব্যক্তিরা৷

https://p.dw.com/p/10h7r
গত নভেম্বরে নতুন দিল্লীতে বিল গেটসছবি: AP

বিল গেটস'এর বয়স ৫৫ এবং ওয়ারেন বাফেট'এর ৮০৷ কিন্তু বয়সের এই ব্যবধান দুজনের বন্ধুত্বকে দূরে সরিয়ে রাখতে পারেনি৷ নতুন দিল্লীর বিলাসবহুল একটি হোটেলে এই দুজন মিলিত হন আরো বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের সঙ্গে৷ তবে কার কত অর্থ রয়েছে, তা তারা দেখাতে ব্যস্ত ছিলেন না, বরং কীভাবে এই অর্থ দিয়ে মানুষের উপকার করা যায় তা নিয়েই তারা চিন্তিত ছিলেন৷

ধনী ব্যক্তিরা কীভাবে তাদের অর্থ খরচ করেন? অনেকেই বলবেন, ছুটি কাটিয়ে, হীরা-জহরত, মনি-মুক্তা কিনে, আর এখানে সেখানে টাকা-পয়সা ছড়িয়ে৷ একেবারে মিথ্যে নয়, ভুলও নয়৷ কিন্তু বিল গেটস আর ওয়ারেন বাফেট এ ধরণের কোন কিছুই করতে রাজি নন৷ তারা এমনভাবে তাদের অর্থ খরচ করেন, যা সত্যি সত্যই সাধারণ মানুষের উপকারে আসবে৷ আর এদের দেখাদেখি অ্যামেরিকার ৫৯ জন ধনকুবের নতুন করে ভাবছেন কী করা যায় এত অর্থ দিয়ে৷

USA Warren Buffet
ওয়ারেন বাফেট (ফাইল ফটো)ছবি: AP

বাফেট বলেন, ‘‘আমরা কারো ওপর কোন ধরণের চাপ সৃষ্টি করতে চাই না৷ মানুষের জন্য কে কী করতে চায়, তা জানার এবং বোঝার ক্ষমতা সবার রয়েছে৷ ভারতের ধনীরা তাদের টাকা-পয়সা দিয়ে কী করতে চান, তা পুরোপুরি তাদের ব্যাপার৷''

গত বছর সেপ্টেম্বর মাসে গেটস এবং বাফেট একই ধরণের সফর করেছেন চীনে৷ তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বেশ কয়েকজন চীনা বিলিয়নেয়র৷

ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী ভারতে এই মুহূর্তে প্রায় ৫৫ জন বিলিয়নেয়র রয়েছেন৷ প্রথম স্থানে রয়েছে অ্যামেরিকা, দ্বিতীয় স্থানে চীন এবং তৃতীয় স্থানে ভারত৷

তবে মার্কিন এই ধনকুবের ভারতীয় ধনকুবেরদের আরো উদার করে তুলতে সক্ষম হবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে বেশ কিছু পত্রিকা৷ এনডিটিভি জানিয়েছে, এসব ধনকুবেররা উপস্থিত হবেন খুব কাছ থেকে গেটস এবং বাফেটকে দেখতে, তাদের উচ্ছ্বসিত কথাবার্তা শুনতে৷ কিন্তু দুই মার্কিন ভদ্রলোক ফিরে যাবেন শূন্য হাতে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন