ভারতীয় ক্রিকেট দলে প্রচুর পরিবর্তন
২৮ ডিসেম্বর ২০২২ভারতীয় ক্রিকেট দল নিয়ে পরীক্ষা চলছেই। শ্রীলঙ্কা সফরে দলঘোষণা করা হয়েছে। সেখানে একাধিক উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। টি-টোয়েন্টিতে টিমে নেই রোহিত শর্মা। বিরাট কোহলিকে বিশ্রাম দেয়া হয়েছে। ঋষভ পন্থকে দলে রাখা হয়নি। উমরান মালিক দুইটি দলেই সুযোগ পেয়েছেন। সহ-অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব।
রোহিত শর্মাকে একদিনের আন্তর্জাতিকে অধিনায়ক করা হয়েছে। কিন্তু সেখানে লোকেশ রাহুলকে সহ-অধিনায়ক করা হয়নি। সহ-অধিনায়ক হয়েছেন হার্দিক।
টি-টোয়েন্টির দলে আছেন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিশন, রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, আর্শদীপ সিং, হর্ষল পটেল, উমরান মালিক, শিভম মাভি এবং মুকেশ কুমার। এই টিমে প্রচুর নতুন মুখ। যুব ক্রিকেটারদের বেশি করে সুযোগ দেয়া হয়েছে।
একদিনের আন্তর্জাতিক ম্যাচের টিম হলো, রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, ঈশান কিশন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, অক্ষর পটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ়, উমরান মালিক এবং আর্শদীপ সিং।
বাংলাদেশ সফরে লোকেশ রাহুলের ফর্ম ছিল খুবই খারাপ। টেস্টে অধিনায়কত্ব করলেও তার ব্যাটে রান ছিল না। তাই তাকে আর সহ অধিনায়কও করা হয়নি। আর হার্দিকই যে আগামী দিনের নেতাতার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে বোর্ড। পাশাপাশি সূর্যকুমার এখন খুবই ভালো ফর্মে আছেন। তাই তাকে সহ-অধিনায়ক করা হয়েছে। বোর্ড এখন শুধু সিনিয়র ক্রিকেটারদের ভরসায় থাকতে চায় না, সেই ইঙ্গিতও স্পষ্ট।
জিএইচ/এসজি (পিটিআই)