1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্তানকে বন্ধু করে নিন

নুরুননাহার সাত্তার২৮ জুলাই ২০১৬

সারা বিশ্বে হত্যাকাণ্ড আর অপরাধমূলক কাজ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে এ সবের সাথে তরুণ প্রজন্মের সম্পৃক্ততাও৷ তাহলে কি সন্তান লালন-পালনে কোনো ভুল বা ক্রুটি থেকে যাচ্ছে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ?

https://p.dw.com/p/1JWyq
একটি সুখি পরিবার
ছবি: Colourbox

প্রতিটি মা-বাবার কাছে তাঁদের সন্তানের চেয়ে বড় কিছুই নেই৷ আদরের সেই ছোট্ট শিশুটি হাঁটি হাঁটি পা করে ধীরে ধীরে বড় হতে থাকে৷ আর সেই সাথে সন্তানটিকে নিয়ে বাড়তে থাকে মা-বাবার স্বপ্নও৷ কিন্তু সন্তানের এই বড় হওয়ার মাঝখানে একটা বিশেষ সময়ে বাবা-মায়ের কোনো অসাবধানতা কিংবা অসচেতনতার কারণেই সন্তান জড়িয়ে পড়তে পারে অপরাধমূলক কাজের সঙ্গে, যা ঠিকমতো বোঝার আগেই ভেঙে ফেলতে পারে মা-বাবার বা পরিবারের এতদিনকার স্বপ্ন৷

হ্যাঁ, বলছি ‘বয়ঃসন্ধিকালের' কথা, যা কিনা একজন মানুষের জীবনে বেড়ে ওঠার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ৷ অর্থাৎ কিশোর-কিশোরী থেকে প্রাপ্তবয়স্ক হওয়া৷ সাধারণত ১০ থেকে ১৯ বছর বা টিন-এজটাকেই বয়ঃসন্ধিকাল হিসেবে ধরা হয়৷ মনোবিজ্ঞানীদের কথায়, এই বয়সে মানুষের মস্তিষ্কে চলে ছোট থেকে বড় হওয়ার ভাঙা-গড়া বা মস্তিষ্কের পূণর্গঠন৷ বিশেষজ্ঞরা এ কথাও বলেন যে, এ বয়সে শরীর আর মনের এই পরিবর্তনের কারণে কিশোর-কিশোরীরা নিজেদের অনুভূতিকে ঠিক ‘কন্ট্রোলে' রাখতে পারে না৷

বয়ঃসন্ধিকালের এই ধাপটিতে এতকিছু ঘটে, অথচ আমরা, যারা বাংলাদেশ-ভারতের মতো দেশে সাধারণ পরিবারে বড় হয়েছি, তারা কি এ সম্পর্কে বিশেষ জানতাম? এ সময়টায় নিজেকে শুধু সকলের কাছ থেকে খানিকটা আড়াল করে রাখার প্রবণতা ছিল আমাদের মধ্যে৷ বহুদিন আগের কথা হলেও, আমার বেশ মনে আছে যে তখন আমার ছোটদের সাথে খেলতে ইচ্ছে করতো না৷ আবার অন্যদিকে বড়রাও আমাদের তাঁদের গল্পের মধ্যে অংশগ্রহণ করতে দিত না৷ না ছোট, না বড়৷ তখন যেন কোনো দলেই পড়ি না আমরা৷ কেমন এক অসহায় পরিস্থিতি...৷

এ বয়সে ছেলেদের চেয়ে মেয়েরা তুলনামূলকভাবে কিছুটা সহজ হয় হয়ত বা৷ তারপরও মনে হয় অনেক প্রয়োজনীয় বিষয়ই সে সময় আমাদের অজানা থেকে গিয়েছিল শুধুমাত্র মা-বাবা বা পরিবারের মানুষের সাথে সহজভাবে কথা বলতে না পারার কারণে৷ আর আমার তো মনে হয়, এই একবিংশ শতকে এসেও বাংলাদেশ বা ভারতের ছেলে-মেয়েদের পোশাক বা চলনে-বলনে ইউরোপ-অ্যামেরিকার ছোঁয়া লাগলেও বয়ঃসন্ধিকালের সমস্যাগুলো নিয়ে সরাসরি পরিবারের মধ্যে কথা বলার মতো মানসিকতা আজও হয়নি৷ আজকের টিন-এজ ছেলে-মেয়েদের সাথে কথা বলে আমার অন্তত এই ধারণাই হয়েছে৷

‘বয়ঃসন্ধিকাল' যে জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়, তা কিন্তু জার্মানিতে খুবই স্পষ্ট৷ এ বয়সি ছেলে-মেয়েদের যৌনশিক্ষা, মাদক সেবনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে স্কুলেই সচেতন করে দেওয়া হয়৷ তাছাড়া আমার সন্তানকে বড় করার মধ্য দিয়েই দেখেছি যে, এ দেশের মা-বাবারা কিন্তু ছেলে-মেয়েদের সাথে খোলাখুলিভাবে আলোচনা করেন, সন্তানের সাথে বন্ধুর মতো মেশেন৷ তা না হলে যে সন্তানের মনের নাগাল পাওয়া কঠিন, সে কথা ভালো করেই জানেন জার্মান বাবা-মায়েরা৷ শুধু তাই নয়, ওদের বন্ধু-বান্ধব কারা সেটার খোঁজও রাখেন তাঁরা৷

আর হ্যাঁ, আমার এটাও খুব ভালো লাগে যে, ওরা দিনের অন্তত একটি খাবার পরিবারের সকলের সঙ্গে একসাথে খায়৷ কিছু পরিবারের নিয়ম অবশ্য আরো কড়া৷ অর্থাৎ সেখানে সকলের একই সময়ে খাবার টেবিলে উপস্থিত থাকাটা বাধ্যতামূলক৷ এতে করে হাসি-ঠাট্টার মধ্য দিয়ে সব বিষয় নিয়ে খোলামেলা কথা বলা যায়৷ আসলে সন্তানের প্রথম শিক্ষক যে মা-বাবা, তা বোধহয় আমাদের কারুরই অস্বীকার করার উপায়ই নেই, তাই না?

তাছাড়া বয়ঃসন্ধিকালের ছেলে এবং মেয়ে – দু'জনের চাহিদা যে ভিন্ন তা আর বলার অপেক্ষা রাখে না৷ তাই হয়ত জার্মানদের মধ্যে উঠতি বয়সি মেয়েদের সাথে মায়েরা বন্ধুত্ব করার চেষ্টা করেন আর ছেলেদের সাথে বাবারা৷ এই বয়সি মেয়েদের কেনা-কাটায় খুব আগ্রহ৷ তাই ছুটির দিনে মা-মেয়েকে আনন্দ করে শপিং করতে যেতে দেখা যায়৷ দেখা যায়, তারা সারাদিন একসাথে সময় কাটাচ্ছে৷ লক্ষ্য একটাই৷ মেয়ের মনের খবর নেওয়া৷ অন্যদিকে বাপ-ছেলে মিলে যায় ফুটবল খেলা দেখতে বা অন্য কোনো অ্যাডভেঞ্চারে৷

নুরুননাহার সাত্তার
নুরুননাহার সাত্তার, ডয়চে ভেলেছবি: DW

তাছাড়া এখানকার কম বয়সি ছেলে-মেয়েরা যে শুধু পরিবারের মধ্যে ফ্রিভাবে কথা বলে, তা নয়৷ শিক্ষকদের সাথেও তাদের সম্পর্কটা হয় বেশ বন্ধুবৎসল৷ আমার এক স্কুল শিক্ষিকা জার্মান প্রতিবেশী বলেন, ছেলে-মেয়েরা তার কাছে তাদের রাগ, দুঃখ, ক্ষোভ, এমনকি মা-বাবার সম্পর্কে টানাপোড়েনের নানা কথাও অকপটে জানিয়ে দেয়৷ তবে বিদ্যালয়ের গণ্ডির মধ্যে নয়, বরং যখন তারা খেলাধুলা বা ভ্রমণে যায়, তখন৷ এর মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় অমনোযোগিতা বা বিষণ্ণতার কারণগুলো শিক্ষকদের জানা হয়ে যায়৷ প্রয়োজনে শিক্ষকরা বিষয়গুলি ছাত্র-ছাত্রীদের পরিবারের সাথেও শেয়ার করেন৷

মাদকের নেশা থেকে শুরু করে ধর্ষণ, সাইবার ক্রাইম কিংবা জঙ্গিবাদের মতো অপরাধমূলক কাজে যারা জড়িয়ে পড়ে, তাদের বেশিরভাগেরই বয়স টিন-এজের মধ্যে বা তার কিছু বেশি৷ এ সত্য বর্তমান সময়ে রীতিমতো আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে৷ কিশোর-কিশোরীদের নিয়ে করা বিভিন্ন সমীক্ষা থেকেও জানা যায় যে, বয়ঃসন্ধিকালে হরমোনের পরিবর্তনের কারণে ছেলে-মেয়েদের মাথা এতটাই এলোমেলো থাকে যে, তখন নাকি ওদের অনেকেরই মন চায় ‘ঝুঁকিপূর্ণ' কিছু একটা করতে৷

একজন উঠতি বয়সের মানুষের এই ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সময়টিতে সবচেয়ে বেশি প্রয়োজন তার মা-বাবাকে, পরিবারকে৷ তাছাড়া পারিবারিক বন্ধনের চেয়ে বড় বন্ধন কি আর কিছু আছে? তাই আমার মনে হয়, দাম্পত্য কলহ এড়িয়ে বাড়ির পরিবেশ সুন্দর রাখা যেমন দরকার, তেমনই দরকার সন্তানের সাথে বন্ধুর মতো মেশার৷ কারণ তার মনের খবর রাখলেই হয়তো সন্তানকে অপরাধমূলক কাজ থেকে দূরে রেখে একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা যাবে!

বন্ধু, ব্লগ পোস্টটি আপনার কেমন লাগলো? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান