1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাউন্ট আগুং আগ্নেয়গিরিতে বিস্ফোরণ

২৭ নভেম্বর ২০১৭

ইন্দোনেশিয়ায় মাউন্ট আগুং-এ বিস্ফোরণের পর, হাজার হাজার মিটার উচ্চতায় বাতাসে ছাই ছড়িয়ে পড়ায় প্রায় এক লাখ মানুষকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার৷ জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কবার্তাও৷

https://p.dw.com/p/2oKvK
ছবি: Reuters

সোমবার বালিতে সর্বোচ্চ এ সতর্কতা জারি করেছে ইন্দোনেশিয়ার সরকার৷ আগ্নেয়গিরির ১০ কিলোমিটার এলাকার আশেপাশের প্রায় ১ লাখ মানুষকে এলাকা ছাড়তে বলা হযছে৷ দেশটি ব্যবস্থাপনা সংস্থা বলছে, সম্ভাব্য দুর্যোগ ও ঝুঁকির কথা চিন্তা করেই এই সতর্কতা জারি করা হয়েছে৷  

বিমান চলাচল বিপর্যস্ত

কর্মকর্তারা জানিয়েছেন, ছাই ভরা মেঘের কারণে বালির এনগুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দরের ২৪ ঘণ্টার জন্য সব ফ্লাইট বন্ধ করা হয়েছে৷ এর আগে, রোববার সন্ধ্যায় পূর্বের আরেক দ্বীপ লম্বোকের ছোট আরেকটি বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছিল৷

Karte Indonesien Bali Mount Agung ENG
মা্উন্ট আগুং এর অবস্থান

ফাঁদে পড়েছেন পর্যটকরা

সপ্তাহজুড়ে এই ফ্লাইট বাতিলের কারণে হাজার হাজার পর্যটক বেশ দুশ্চিন্তায় পড়েছে৷ রবিবার এয়ার এশিয়া তাদের ৩০টি ফ্লাইট বাতিল করে৷ এছাড়া ভার্জিন, কেএলএম এবং এয়ার এশিয়া মালয়েশিয়াও শনিবার বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছিল৷

বড় ধরনের আগ্নেয়গিরির আশংকায় সেপ্টেম্বরে দেশটির সরকার প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষকে সেই এলাকা ছাড়ার কথা বলেছিল৷ এর আগে ১৯৬৩ সালের বড় এক অগ্ন্যুত্পাতে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল৷ ইন্দোনেশিয়ার ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার' অতিক্রম করেছে এবং এখানে ১২০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি আছে৷

Indonesien Bali Ausbruch des Vulkans Mount Agung
আগ্নেয়গিরি দেখতে মানুষের ভিড়ছবি: Getty Images/AFP/S. Tumbelaka

আইএস/এডব্লিউ/এএম (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য