ব্রেক্সিট নিয়ে কড়া অবস্থানে ইইউ
১১ জুন ২০২০আর মাত্র কয়েক দিন৷ এর মধ্যে নীতিগতভাবে ঐকমত্য সম্ভব না হলে আগামী বছরের শুরুতে ইউরোপীয় ইউনিয়ন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে ব্রিটেন৷ বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বোঝাপড়া ছাড়াই ব্রেক্সিট পুরোপুরি কার্যকর হবে৷ ঐকমত্য সম্ভব হলে আগামী অক্টোবর পর্যন্ত আলোচনার সুযোগ রয়েছে৷ এখনো পর্যন্ত আলোচনায় কোনো অগ্রগতি ঘটে নি৷ এই অবস্থায় হয় জুন মাসের শেষ পর্যন্ত ঐকমত্যে আসতে হবে, অথবা ব্রেক্সিট-পরবর্তী অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মেয়াদ আরও এক বছর বাড়াতে হবে৷ বরিস জনসনের সরকার এখনো পর্যন্ত কোনো পথই বেছে নেয় নি৷
ইউরোপীয় পার্লামেন্ট আগামী শুক্রবার ব্রিটেনের উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে অবস্থান বদলানোর ডাক দিতে চলেছে৷ সংবাদ সংস্থা এএফপি সেই প্রস্তাবের খসড়া হাতে পেয়ে কিছু উল্লেখযোগ্য অংশ তুলে ধরেছে৷ খুঁটিনাটি বিষয় নিয়ে জলঘোলা করার আগে ইইউ ব্রিটেনের উদ্দেশ্যে সবার আগে একটি মৌলিক বিষয় মেনে নেবার আহ্বান জানাচ্ছে৷ দুই পক্ষই চুক্তির শর্ত মেনে চলছে কি না, তা যাচাই করতে একটিমাত্র সার্বিক কাঠামো রাখচে চায় ইইউ৷ সেইসঙ্গে অর্থনৈতিক বিধিনিয়মের ক্ষেত্রে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা প্রতিযোগিতার ক্ষেত্রে ন্যায্য পরিবেশের উপরেও জোর দিচ্ছে ইইউ৷ ব্রিটেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছে না বলে ইইউ পার্লামেন্ট অভিযোগ তুলেছে৷ উল্লেখ্য, শেষ পর্যন্ত কোনো চুক্তি সম্ভব হলেও ইইউ পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়বে৷
ব্রিটেন ও ইইউ মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনায় অগ্রগতি না হওয়ায় চলতি মাসেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন এক ভিডিও কনফারেন্সে জট ছাড়ানোর চেষ্টা করতে চলেছেন৷ ব্রিটেন ভবিষ্যতে যে কোনো বোঝাপড়ার ক্ষেত্রে ইইউ আইন মেনে চলতে নারাজ৷ তার বদলে ‘স্বেচ্ছায়’ পরিবেশ ও শ্রমের মতো ইইউ-র কিছু বিধিনিয়ম মেনে বিয়ে ‘সহজ’ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চায় সে দেশ৷ জনসন ও ফন ডেয়ার লাইয়েনের আলোচনার পর দুই দেশের মধ্যস্থতাকারীরা আবার আলোচনায় বসার কথা৷
ইইউ মধ্যস্থতাকারী মিশেল বার্নিয়ে বৃহস্পতিবার আবার বলেন, ইউরোপ এখনো ব্রিটেনের সঙ্গে চুক্তিতে আগ্রহী৷ সেই লক্ষ্যে খোলামেলা আলোচনার অবকাশ এখনো ফুরিয়ে যায় নি, নমমীয়তার সুযোগ এখনো আছে৷ তবে ইইউ দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করেই বোঝাপড়া চায়৷ যেমন একক বাজার নিয়ে কোনোরকম আপোশ সম্ভব নয়৷ বার্নিয়ে আরও মনে করিয়ে দেন, যে চুক্তির জন্য হাতে আরও চার মাস সময় রয়েছে৷ সাফল্যের স্বার্থে ব্রিটেনকে দাবিগুলি সম্পর্কে নতুন করে ভেবে দেখতে হবে৷
ব্রিটেন ইইউ-র বিরুদ্ধে নমনীয়তার অভাবের অভিযোগ করছে৷ ক্যানাডার সঙ্গে ইইউ-র বাণিজ্য চুক্তির ধাঁচে সে দেশও একই রকম বোঝাপড়া চাইছে বলে জানিয়েছে৷ একাধিক কারণে ইইউ সেই দাবি মানতে নারাজ৷ তাছাড়া বার্নিয়ে বলেছেন, ব্রিটেন আসলে ক্যানাডার চেয়েও বেশি সুবিধা আদায় করতে চাইছে৷
এসবি/কেএম (এএফপি, রয়টার্স)
গতবছরের জুলাইয়ের ছবিঘরটি দেখুন...