1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রেক্সিট চুক্তিকে ‘ক্ষতিকর’ বললেন টিউলিপ

১৭ অক্টোবর ২০১৯

ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের মধ্যকার নতুন ব্রেক্সিট চুক্তির খসড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে৷ বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিক মনে করেন, এই খসড়া নিয়ে সংসদে বিতর্কের জন্য অনেক কম সময় বরাদ্দ করা হয়েছে৷

https://p.dw.com/p/3RSAd
ছবি: picture-alliance/PA Wire/Y. Mok

ব্রেক্সিট নিয়ে দীর্ঘ আলোচনার পর বৃহস্পতিবার ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন এ সংক্রান্ত নতুন এক চুক্তির খসড়া প্রস্তুত করেছে৷ শনিবার ব্রিটিশ সংসদে এই চুক্তি অনুমোদনের জন্য উত্থাপন করা হবে৷ তবে, অনুমোদনের ভোটাভুটির আগে মাত্র নব্বই মিনিট এই বিষয়ে বিতর্কের সুযোগ পাবেন সংসদ সদস্যেরা, যা যথেষ্ট নয় বলে মনে করছেন সাংসদ টিউলিপ সিদ্দিক৷

বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ রাজনীতিবিদ বৃহস্পতিবার টুইটারে লিখেছেন, ‘‘এটা অত্যন্ত অমার্যাদাকর ব্যাপার যে এই চুক্তি নিয়ে শনিবার ভোটাভুটির আগে আমাদেরকে মাত্র ৯০ মিনিট সময় দেয়া হবে৷ এটা হচ্ছে বর্তমান সরকারের তৈরি ক্ষতিকর ব্রেক্সিট চুক্তির ব্যাপারে বিতর্কে সুযোগ না দেয়ার সর্বশেষ উদাহরণ৷ আমাদের দেশের ভবিষ্যত সঙ্কটাপন্ন৷''

এদিকে, ব্রিটেনে প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রধান জেরেমি কর্বিন জানিয়েছেন যে তাঁর দল সংসদে নতুন ব্রেক্সিট চুক্তির পক্ষে ভোট দেবে না৷ তিনি বলেন, ‘‘এই বিশ্বাসঘাতকতামূলক চুক্তি আমাদের দেশকে ঐকবদ্ধ করবে না, এবং এটি প্রত্যাখ্যান করা উচিত৷ ব্রেক্সিট সঙ্কট সমাধানের সবচেয়ে ভালো উপায় হচ্ছে জনগণের চূড়ান্ত মতামত জানতে গণভোটের আয়োজন করা৷’’

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস অবশ্য ব্রেক্সিট চুক্তির নতুন খসড়াকে এক কূটনৈতিক সাফল্য হিসেবে আখ্যা দিয়েছেন৷ বার্লিনে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘এই চুক্তি এটাই প্রমাণ করে যে আমরা সবাই দায়িত্বের সাথে একসঙ্গে কাজ করেছি৷’’

হাইকো মাস অবশ্য এটাও স্মরণ করিয়ে দিয়েছেন যে চুক্তিটি নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই কেননা এটি নিয়ে ইইউ নেতাদের বৈঠকে এবং ইউরোপীয় সংসদে আলোচনা এখনো বাকি আছে৷

এআই/কেএম (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য