1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রেক্সিটের বিরুদ্ধে লাখো মানুষের স্বাক্ষর

২৪ মার্চ ২০১৯

তিন দিনের মধ্যে এক আবেদনে প্রায় ৪৫ লাখ মানুষ সই করেছেন৷ যুক্তরাজ্যে কোনো বিষয়ে সংসদীয় বিতর্কের আয়োজন করতে হলে এক লাখ মানুষের স্বাক্ষর হলেই চলে৷

https://p.dw.com/p/3FaNA
Symbolbild: Brexit und EU
ছবি: Reuters/T. Melville

ব্রিটিশ সরকারের কাছে করা এই পিটিশনে ৪৫ লাখেরও বেশি মানুষ সম্মতি দিয়েছেন মাত্র তিন দিনের মধ্যে৷  বুধবার এই অফিসিয়াল পার্লামেন্টারি পিটিশনটি  আর্টিকেল ৫০ রদের পক্ষে করা হয়৷ এই আর্টিকেলে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার বিধান রাখা হয়েছে

‘‘সরকার বারবার দাবি করে এসেছে যে, ‘জনগণ চায় বলেই' ইইউ থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগ নেয়া হয়েছে৷ আমাদের এই দাবিতে একটি দাড়ি টানতে হবে এটা দেখিয়ে যে, জনগণ আসলে ইইউ'তে থাকতে চায়৷ জনগণের ভোট হয়তো হবে না - তাই এখন আপনারা ভোট দিন,'' আবেদনটিতে বলা হয়েছে৷

Infografik Brexit next steps EN

সংসদের পিটিশন কমিটি জানিয়েছে, পিটিশনটিতে এত মানুষ হুমড়ি খেয়ে পড়েছে যে বৃহস্পতিবার তাদের সাইট ক্রাশ করেছে৷

সাধারণত কোনো একটি বিষয়ে এক লাখের বেশি স্বাক্ষর পড়লে তা নিয়ে সংসদে আলোচনা হয়৷

এই পিটিশনের পক্ষে অনেক তারকা ও সংসদ সদস্য কাজ করেছেন৷ তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দিয়েছেন৷

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন টুইট করেছেন, ‘‘ব্রেক্সিটের মতো এত বড় ও গুরুত্বপূর্ণ ইস্যু পিটিশন পর্যন্ত নেমে আসা কাঙ্খিত নয়- যেখানে বলা হচ্ছে, তুমি যদি হতাশ হও যে পিএম তোমার কথা শুনছেন না, তাহলে এখানে সই করো৷''

চেজ উইন্টার/জেডএ