ব্রেক্সিটের বিরুদ্ধে লাখো মানুষের স্বাক্ষর
২৪ মার্চ ২০১৯ব্রিটিশ সরকারের কাছে করা এই পিটিশনে ৪৫ লাখেরও বেশি মানুষ সম্মতি দিয়েছেন মাত্র তিন দিনের মধ্যে৷ বুধবার এই অফিসিয়াল পার্লামেন্টারি পিটিশনটি আর্টিকেল ৫০ রদের পক্ষে করা হয়৷ এই আর্টিকেলে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার বিধান রাখা হয়েছে৷
‘‘সরকার বারবার দাবি করে এসেছে যে, ‘জনগণ চায় বলেই' ইইউ থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগ নেয়া হয়েছে৷ আমাদের এই দাবিতে একটি দাড়ি টানতে হবে এটা দেখিয়ে যে, জনগণ আসলে ইইউ'তে থাকতে চায়৷ জনগণের ভোট হয়তো হবে না - তাই এখন আপনারা ভোট দিন,'' আবেদনটিতে বলা হয়েছে৷
সংসদের পিটিশন কমিটি জানিয়েছে, পিটিশনটিতে এত মানুষ হুমড়ি খেয়ে পড়েছে যে বৃহস্পতিবার তাদের সাইট ক্রাশ করেছে৷
সাধারণত কোনো একটি বিষয়ে এক লাখের বেশি স্বাক্ষর পড়লে তা নিয়ে সংসদে আলোচনা হয়৷
এই পিটিশনের পক্ষে অনেক তারকা ও সংসদ সদস্য কাজ করেছেন৷ তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দিয়েছেন৷
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন টুইট করেছেন, ‘‘ব্রেক্সিটের মতো এত বড় ও গুরুত্বপূর্ণ ইস্যু পিটিশন পর্যন্ত নেমে আসা কাঙ্খিত নয়- যেখানে বলা হচ্ছে, তুমি যদি হতাশ হও যে পিএম তোমার কথা শুনছেন না, তাহলে এখানে সই করো৷''
চেজ উইন্টার/জেডএ