ব্রিটেনে পৌঁছাতে মরীয়া
১৫ সেপ্টেম্বর ২০১৪‘কালে' একটি সুবিশাল বন্দর: প্রতি বছর এখান দিয়ে এক কোটি বিশ লাখ টুরিস্ট ও ১৯ লাখ ট্রাক যাতায়াত করে৷ সেই সঙ্গে যদি হাজার দেড়েক অভিবাসনপ্রয়াসী যোগ হয়, তাহলে সেটা প্রায় চোখে না পড়ারই কথা৷ অতীতে হয়ত সেরকমই খানিকটা ছিল৷ কিন্তু সম্প্রতি এই অভিবাসনপ্রয়াসীদের প্রকৃতি ও আচরণ যেন বদলে গেছে৷ তাঁরা যেন আরো নিঃস্ব, আরো মরীয়া৷ কাজেই তাঁদের পুলিশ থেকে শুরু করে ট্রাক ড্রাইভার, এমনকি টুরিস্টদের সঙ্গে দাঙ্গা লাগাচ্ছে৷ ফ্রান্সের দক্ষিণপন্থি ফ্রান্সের ফ্রঁ নাসিনাল বা ন্যাশনাল ফ্রন্ট রাজনৈতিক দল তাঁদের বিরুদ্ধে অকুস্থলে প্রচার চালাচ্ছে৷ কালে থেকে বেআইনি অভিবাসন কিভাবে রোখা যায়; সে রোখার দায়িত্ব কার অর্থাৎ কোন দেশের, শুধু ফ্রান্স, নাকি সেই সঙ্গে ব্রিটেনেরও; কালে-কে নিরাপদ করার, অর্থাৎ এখান থেকে ব্রিটেন অভিমুখে অভিবাসন রোখার খরচাটাই বা দেবে কে – ইত্যাদি নানা প্রশ্ন৷
কালে-র এই ‘মাইগ্রান্ট'-রা এসেছে প্রধানত পূর্ব আফ্রিকা থেকে: এরিট্রিয়া, সুদান, সোমালিয়া, হয়ত আফগানিস্তান থেকেও কিছু৷ এরা ইউরোপে পা দেয় নড়বড়ে নৌকা কিংবা জাহাজে করে, ভূমধ্য সাগর পার হয়ে৷ প্রথমে পদার্পণ করে সাধারণত ইটালিতে৷ তারপর সেখান থেকে শেঙেন চুক্তির দেশগুলির সীমান্ত পার হয়ে ফ্রান্সের কালে-তে৷ কেননা তাঁদের গন্তব্য হলো ব্রিটেন৷ স্বপ্নের দেশ বলতে সেটাই বোঝেন তাঁরা – যেমন তাঁদের হয়ত দালালেরা বুঝিয়েছে৷
ইটালিতে এ বছরেই ৬০ হাজার মানুষ এভাবে ভাগ্যের সন্ধানে এসে পৌঁছেছে৷ এমনকি ভাঙাচোরা বোটে বা জাহাজে সমুদ্রযাত্রার নানা বিপদ – মাঝেমধ্যে ভরাডুবি থেকেও রক্ষা করার দায়িত্ব ইটালির সীমান্তরক্ষী ও নৌ-বাহিনীর উপর ন্যস্ত৷ কিন্তু ৭৫ হাজার বাসিন্দার ছোট্ট শহর – অথচ বিরাট বন্দর – কালে-তে পৌঁছানোর পর সে চেহারা বদলে যায়৷ কালে-তে এই মাইগ্রান্টরা অবাঞ্ছিত৷ তাঁদের করোগেটেড টিন আর প্লাস্টিক শিটের ঝুপড়িগুলোকে কেউ দেখতে চায় না৷ কিন্তু মাইগ্রান্টরা যাবে কোথায়?
কাজেই তাঁরা প্রয়োজনে ঢিল মেরে, কিংবা রাস্তায় শুয়ে থেকে ট্রাক থামানোর চেষ্টা করছেন৷ জোর করে টুরিস্টদের গাড়িতে ওঠার চেষ্টা করছেন৷ পুলিশের সঙ্গে মারামারি, হাতাহাতি করছেন৷ সম্প্রতি একটা ফেরিবোট পর্যন্ত আক্রমণ করেছেন তাঁরা৷ রাস্তার ধারে ভালো জায়গাগুলো দখল করার জন্য এঁদের নিজেদের মধ্যে মারামারিও বিরল নয়৷ বলতে কি, এই মাইগ্রান্টদের উৎপাত থেকে বাঁচার জন্য নাকি কিছু যানবাহন কালে শহরের দিকে না এসে, ডানকার্ক অথবা চ্যানেল টানেল হয়ে ব্রিটেনে যাবার চেষ্টা করছে – যা কালে-র অর্থনীতির পক্ষে সুখবর নয়৷
বিশ্বের দরিদ্র মানুষেরা যে-করে-হোক সমৃদ্ধ ইউরোপে আসার এবং এখানে থেকে যাওয়ার চেষ্টা করছে৷ এটা শুধু ফ্রান্স, ব্রিটেন কিংবা ইউরোপের সমস্যা নয়: কালে-তে যা দেখা যাচ্ছে, তা হলো বিশ্বায়িত বিশ্বের সংকট৷ এই পরিস্থিতিতে ব্রিটেনের অভিবাসন মন্ত্রী জেমস ব্রকেনশায়ার প্রস্তাব দিয়েছেন: সম্প্রতি ওয়েলস-এ ন্যাটোর শীর্ষবৈঠকে যে ১১ ফুট উঁচু ইস্পাতের বেড়া ব্যবহার করা হয়েছে, সেগুলোকে অভিবাসী ঠেকানোর জন্য কালে শহরে পাঠালে কেমন হয়?
এসি/ডিজি (এপি, রয়টার্স, এএফপি)