ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় জনস্রোত
১৮ এপ্রিল ২০২০ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলাফত মজলিশ নেতা মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় এই ঘটনা ঘটেছে৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তথ্য অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মার্কাস পাড়ায় নিজের বাসায় তিনি মারা যান৷ শনিবার সকাল ১০টায় সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসায় তার জানাজা হয়৷ সেখানে হাজারো মানুষের জমায়েত ঘটে৷ মানুষের ভিড় মাদ্রাসার সীমানা ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কেও পৌঁছায়৷ এই সময় পুলিশ কোনো ভূমিকা পালন করেনি বলে উল্লেখ করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
এই বিষয়ে সংবাদধ্যমটির কাছে সরাইল থানার ওসি মো. শাহাদাৎ হোসেন টিটু বলেন, ‘‘ব্রাহ্মণবাড়িয়া শহর ছাড়াও ঢাকা থেকে লোকজন এসেছে৷ আমরা চিন্তাও করতে পারিনি যে এত লোক হবে৷ লোকজন আসতে শুরু করার পর আমাদের আর কিছু করার ছিল না৷’’
উল্লেখ্য গোটা বাংলাদেশকেই করোনা সংক্রমণে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর৷ অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বের হতে নিষেধ করা হয়েছে৷ করোনার বিস্তার ঠেকাতে আগেই ব্রাহ্মণবাড়িয়া জেলাকে অবরুদ্ধ ঘোষণাও করা হয়েছিল৷ তার মধ্যে কিভাবে জানাজায় এত মানুষের জমায়েত হয়েছে সে বিষয়ে প্রশ্ন উঠেছে৷
এফএস/জেডএ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
১৬ এপ্রিলের ছবিঘর দেখুন...