এগিয়ে আর্জেন্টিনা
১৬ এপ্রিল ২০১৪খেলোয়াড়দের বয়স, ফুটবল দক্ষতা, ফিটনেস, বাজারমূল্য সহ মোট ৭৭টি বিষয় বিবেচনা করে দলগুলোর মূল্য নির্ধারণ করেছে খেলাধুলা বিষয়ক ব্রাজিলের পরামর্শক সংস্থা ‘প্লুরি কনসালটোরিয়া'৷
তালিকায় স্পেনের পরেই আছে আর্জেন্টিনা৷ তাদের মূল্য ৪৭৪.১ মিলিয়ন ইউরো৷ তৃতীয় স্থানে থাকা ব্রাজিল দলের মূল্য ৪৭০.২ মিলিয়ন ইউরো৷
বিশ্বকাপ জেতার আশায় জার্মানির যে দলটি ব্রাজিল যাচ্ছে তার মূল্য ৪৪৫.৬ মিলিয়ন ইউরো৷ ফলে তালিকায় জার্মানির অবস্থান চার নম্বরে৷ এরপর ৩৯৮.৬ মিলিয়ন ইউরো নিয়ে রয়েছে ফ্রান্স৷ আর ইংল্যান্ডের মূল্য ৩৫৪.২ মিলিয়ন ইউরো৷
শুধু দল নয়, এককভাবে ফুটবলারদেরও দাম নির্ধারণ করেছে ব্রাজিলের সংস্থাটি৷ সে তালিকায় প্রথমেই আছে মেসির নাম৷ তাঁর মূল্য ১৩৮.১ মিলিয়ন ইউরো৷ যদিও গত বছরের তুলনায় মেসির দাম কমেছে ১.৪ শতাংশ৷
মেসির পরে আছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ গত বছরের তুলনায় মূল্য ১১.৪ শতাংশ বাড়ার পরও ফিফার বর্তমান বর্ষসেরা খেলোয়াড়টির মোট মূল্য ১০৭.৩ মিলিয়ন ইউরো৷
ব্রাজিলের সেনসেশন নেইমারের মূল্য ৬৭.৪ মিলিয়ন ইউরো৷
বিশ্বকাপে যে ৩২টি দল অংশ নেবে তার মধ্যে হন্ডুরাস দলের মোট মূল্য সবচেয়ে কম, ৩২.৩ মিলিয়ন ইউরো৷ অর্থাৎ পুরো হন্ডুরাসের মূল্য মেসির মূল্যের প্রায় এক চতুর্থাংশ৷
প্লুরি কনসালটোরিয়া জানিয়েছে অংশগ্রহণকারী দলগুলো বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করার পর আগামী মাসের ৭ তারিখে আবারও একটি তালিকা প্রকাশ করবে৷
জেডএইচ/ডিজি (এএফপি, এপি)