1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোর্ডের সঙ্গে আফ্রিদির চলমান দ্বন্দের ইতি!

১৬ জুন ২০১১

পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি’র বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছেন শহিদ আফ্রিদি৷ পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট ও আফ্রিদির মধ্যে বৈঠকের পর দুই পক্ষ সমঝোতায় পৌঁছলে আফ্রিদিকে এনওসি দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড।

https://p.dw.com/p/11c3M
শাহিদ আফ্রিদিছবি: AP

এর ফলে হ্যাম্পশায়ারের হয়ে তাঁর খেলার পথে কোনো বাধা থাকবে না। ইংলিশ টি-টোয়েন্টি প্রতিযোগিতায়ও অংশ নিতে পারবেন তিনি। এছাড়া শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগেও আফ্রিদির খেলার কথা রয়েছে।

শৃঙ্খলাভঙ্গের দায়ে একদিনের দলের অধিনায়কত্ব কেড়ে নেয়া হলে শর্তসাপেক্ষে অবসর নেবেন বলে হুমকি দিয়েছিলেন পাকিস্তানের বিশ্বকাপ অধিনায়ক আফ্রিদি। তিনি পিসিবির কড়া সমালোচনা করেন এবং এই বোর্ডের অধীনে আর খেলবেন না বলে জানান। সেইসঙ্গে তিনি জানান, বোর্ডের নেতৃত্ব পরিবর্তন হলে তাঁর খেলতে আপত্তি নেই।

অন্যদিকে শর্ত সাপেক্ষে অবসর ঘোষণা ও বোর্ডের সমালোচনা করায় আফ্রিদির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করা হয়৷ কেন্দ্রীয় চুক্তি বাতিল ও হ্যাম্পশায়ারে খেলার জন্য দেয়া অনাপত্তি পত্র প্রত্যাহার করে নেয় পিসিবি। এর বিরুদ্ধে সিন্ধু আদালতে মামলা করেন আফ্রিদি। তবে দুই পক্ষের সমঝোতায় আফ্রিদিকে এনওসি দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। আর আফ্রিদি তুলে নেন মামলা৷

তবে এনওসি পাওয়ার মাধ্যমে বোর্ডের সঙ্গে আফ্রিদির চলমান দ্বন্দের শেষ হচ্ছে কিনা তা এখনও দেখার বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ কেননা আফ্রিদির অবসরের বিষয়ে বাট বলেন, ওটা নিয়ে ভাবা হয়নি। বোর্ডের চোখে এখনো তিনি অবসরে যাওয়া খেলোয়াড়। তাছাড়া পিসিবির শৃঙ্খলা কমিটির শুনানিতে অংশ নেওয়া থেকে রক্ষাও পাননি আফ্রিদি৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়