বৈরুতে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ
লেবানেনের রাজধানী বৈরুতের কেন্দ্রে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল৷ লেবনান সরকার বলছে, গত সপ্তাহে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন৷
আগুন আর ধ্বংস
৩ অক্টোবর বৈরুতের ভোরের দৃশ্য এটি৷ আগুন জ্বলছে একটি ভবনে৷ সপ্তাহ ধরে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলা চালাচ্ছে রাজধানী শহরের বিভিন্ন জায়গায়৷ ইসরায়েল বলছে, ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লার বিভিন্ন অবস্থানে হামলা চালাচ্ছে তারা৷
সম্পূর্ণ ধ্বংস
গত বৃহস্পতিবার তোলা এই ছবিটিতে দেখা যাচ্ছে বিধ্বস্ত হয়ে গেছে বাড়ি-ঘর৷ দক্ষিণ লেবানন এবং বেকা উপত্যাকায় বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী৷
বৈরুতের কেন্দ্রে হামলা
রাজধানী বৈরুতে একটি আবাসিক ভবনেও ইসরায়েলের বিমান হামলার ঘটনা ঘটেছে৷ ইসরায়েলের দাবি, এই ভবনটিতে ইসলামিক হেলথ অরগ্যানাইজেশন নামে একটি সংস্থার দপ্তর রয়েছে৷ ওই সংস্থাটি হিজবুল্লাহর সাথে সংশ্লিষ্ট৷
ধ্বংসস্তূপ ঘুরে দেখছেন স্থানীয়রা
গত বৃহস্পতিবার দিনের শুরুতে বৈরুতের দক্ষিণাঞ্চলের মাওয়াদ জেলার ছবি এটি৷ বিমান হামলার পর ধ্বংসস্তূপ ঘুরে দেখছেন স্থানীয়রা৷
নাইট ক্লাবে আশ্রয়
ইসরায়েলের হামলায় বাড়ি-ঘর হারিয়ে বৈরুতের স্কাইবার নামের এই নাইট ক্লাবে আশ্রয় নিয়েছেন কেউ কেউ৷ হামলায় আক্রান্ত এসকল লোকেরা একে অপরের সহযোগিতায়ও এগিয়ে এসেছেন৷
রাস্তায় রাত যাপন
বৈরুতের ডাউন টাউনে অবস্থিত এই শহিদ স্কয়ারেও আশ্রয় নিয়েছেন অনেক পরিবার৷ অসহায় এ লোকগুলো জানে না এরপর কী৷
পরিস্কার করার কাজ
এই সংঘাত কবে থামবে জানে না বৈরুতবাসী৷ খুব দ্রুতই তা থামবে এমন লক্ষণ দেখা যাচ্ছে না৷ বিধ্বস্ত বাড়ি-ঘর, রাস্তা-ঘাট পুনর্নিমাণ ও পরিস্কার-পরিচ্ছন্নতা কবে শুরু হবে তা-ও অনিশ্চিত৷ তবে কোনো কোনো জায়গায় এক্সকেভেটরের মাধ্যমে সাময়িক পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে৷