1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোসুলে বেসামরিক নাগরিক হত্যার নিন্দা

Sanjiv Burman২৮ মার্চ ২০১৭

মোসুলে বেসামরিক নাগরিক হত্যার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি৷ মানবাধিকার সংস্থাটি বলেছে, বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়ানোয় ব্যর্থতা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল৷

https://p.dw.com/p/2a6ZC
Irak Region Mossul Irakiche Armee Zivilisten
ছবি: Reuters/T. Al-Sudani

ইরাকের পূর্ব মোসুল থেকে তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস-কে হঠানোর জন্য গত অক্টোবর থেকে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী৷ হামলা শুরুর পর থেকে অনেকবারই সেই এলাকায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ সোমবার এ নিয়েই একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

Karte Infografik Umkämpftes Mossul

প্রতিবেদনে বিমান হামলা থেকে বেঁচে যাওয়া মানুষ এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়েছে, বিমান হামলায়  পুরো পরিবারসহ বাড়ি নিশ্চিহ্ন হওয়ার ঘটনাও ঘটেছে৷ অ্যামনেস্টির সিনিয়র ক্রাইসিস রেসপন্স অ্যাডভাইজার ডোনাটেলা রোভেরা জানান, হামলার আগে অনেক সময় ইরাকি কর্তৃপক্ষ সবাইকে বাড়িতে অবস্থান করতে বলায় তারা পালানোরও চেষ্টা করেননি এবং সে কারণে নিজের ঘরেই তাদের মৃত্যু হয়েছে৷ প্রতিবেদনে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করা হয়েছে৷

Amnesty: US-led forces must protect Iraqis

এদিকে যুক্তরাষ্ট্র এবং ইরাকের কর্তুপক্ষ জানিয়েছে, অভিযোগগুলো তারা তদন্ত করে দেখবে৷

গত ফেব্রুয়ারি থেকে মোসুলে এ পর্যন্ত অন্তত তিন হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৭ মার্চও এক বিমান হামলায় সেখানে ১৫০ জনের মতো বেসামরিক নাগরিক নিহত হয়৷

এসিবি/ডিজি (ডিপিএ, এপি)   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান