শীর্ষে বায়ার্ন, পাল্লা দিচ্ছে ফ্রাঙ্কফুর্ট
২৩ সেপ্টেম্বর ২০১২চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রথম খেলায় ভ্যালেন্সিয়া'কে ২-১ গোলে হারিয়ে বেশ সতেজতায় পরিপূর্ণ ছিল বায়ার্ন মিউনিখ৷ আর শনিবার শালকে'কে হারিয়ে আরো উচ্ছ্বসিত টনি ক্রুজ ও টমাস ম্যুলারের সঙ্গীরা৷ খেলার প্রথমার্ধে ফেভারিট বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ তারকাদের বেশ নৈপুণ্যের সাথেই মোকাবিলা করেছে শালকের লড়াকুরা৷ কিন্তু দ্বিতীয়ার্ধে বায়ার্ন মিউনিখের নতুন উদ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশলের কাছে আর টিকতে পারেনি শালকে৷ ৫৫ মিনিটে টনি ক্রুজ এবং মাত্র তিন মিনিট পরেই টমাস ম্যুলার পরপর দু'টি গোল করেন৷
খেলা শেষে বায়ার্ন মিউনিখের প্রশিক্ষক ইয়ুপ হেঙ্কেজ বললেন, ‘‘উভয় দলই খুব নিবিড়ভাবে খেলেছে এবং শালকে বেশ শক্তহাতেই মোকাবিলা করার চেষ্টা করেছে, বিশেষ করে প্রথমার্ধে তারা এক্ষেত্রে বেশ সফল হয়েছে৷ তবে আমরা দ্বিতীয়ার্ধেই আমাদের নিজেদের অবস্থান ও মান তুলে ধরেছি এবং নিয়ন্ত্রণ বজায় রেখেছি৷ ফলে এই জয় আমাদের প্রাপ্য ছিল৷ এছাড়া এটাও খুব ভালো বিষয় যে, আমরা এখন ডর্টমুন্ডের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছি৷ কিন্তু আসলে শিরোপা জয়ের হিসাব এখনও অনেক দূরে৷''
চলতি মৌসুমের সবগুলো খেলায় জিতে ১২ পয়েন্ট অর্জন করেছে বায়ার্ন মিউনিখ৷ তবে গোলের ব্যবধানে একটু পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও সমান পয়েন্ট নিয়ে বায়ার্ন মিউনিখের কাঁধে নিশ্বাস ফেলছে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট৷ এরপরেই অবস্থান যথাক্রমে হানোফার, বোরুসিয়া ডর্টমুন্ড, শালকে এবং ন্যুরেমব্যার্গ-এর৷ এই চারটি দলের সবার পয়েন্ট ৭ করে৷
তবে বুন্ডেসলিগায় সপ্তাহান্তে বেশ বড়সড় অঘটন ঘটিয়েছে পয়েন্ট তালিকার বেশ নিচের দিকে থাকা হামবুর্গ৷ একটানা ৩১টি খেলায় জয় পাওয়ার ফলে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল বোরুসিয়া ডর্টমুন্ড৷ তারা ভেবেছিল তাদের এই জয়ের ধারা হয়তো আরো অনেকদিন বজায় রাখা সম্ভব হবে৷ কিন্তু বেশ অপ্রত্যাশিতভাবেই যেন পথে এসে দাঁড়ালো হামবুর্গ৷ এক্ষেত্রে অবশ্য বেশ কৃতিত্বের দাবিদার দক্ষিণ কোরীয় তারকা সন-হিয়ুং মিন৷ মিন খেলা শুরুর দ্বিতীয় মিনিটে একটি এবং ৫৯ মিনিটে আরেকটি গোল করেন৷ এছাড়া ৫৫ মিনিটে একটি গোল করেন ইভো লিচেভিচ৷ অন্যদিকে ডর্টমুন্ডের পক্ষে ৪৬ ও ৬০ মিনিটে দু'টি গোল করেন ইভান পেরিসিচ৷ ফলে ফল দাঁড়ায় ৩-২ গোলের ফেভারিট ডর্টমুন্ডের হার৷
এএইচ / এআই (ডিপিএ, রয়টার্স)