বুচা হত্যাকাণ্ড নিয়ে রুশ সেনাদের কথা শুনেছে জার্মানি
৮ এপ্রিল ২০২২জার্মানির দুই সাবেক মন্ত্রী রুশ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরুর দাবি জানিয়েছেন৷ জার্মানির ডেয়ার স্পিগেল পত্রিকা বৃহস্পতিবার জানায়, জার্মানির বিদেশ বিষয়ক গোয়েন্দা সংস্থা বিএনডি এই বার্তা শুনেছে৷
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর প্রায় এক মাস ধরে কিয়েভের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুচা শহর রাশিয়ান সেনাদের দখলে ছিল৷ গত কয়েকদিন ধরে শহরটির রাস্তায় বেসামরিক লোকজনের মৃতদেহের ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে৷ এসব ছবিতে মৃতদের কারো কারো হাত বাঁধা অবস্থায় দেখা গেছে৷
শহর কর্তৃপক্ষ জানায় রাশিয়ার সেনারা তিনশর বেশি মানুষকে হত্যা করেছে৷ এর মধ্যে ৫০ জনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করা হয়৷
গণমাধ্যমে এমন ছবি প্রকাশের পর রাশিয়ান সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলে আন্তর্জাতিক সম্প্রদায়৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া৷
বার্তায় কী বলা হয়েছে?
স্পিগেল জানায়, বার্তায় গোয়েন্দারা শুনতে পান, এক রাশিয়ান সৈন্যকীভাবে মোটর সাইকেল চালিয়ে যাওয়া এক ব্যক্তিকে গুলি করেছে, সে বিষয়ে তার সহকর্মীকে বর্ণনা দিচ্ছেন৷
প্রতিবেদনে আরো বলা হয়, বার্তায় আরো এক ধরনের শব্দ শোনা যাচ্ছিল৷ এই শব্দ আসলে কোথায় হয়েছিল, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি৷ তবে ধারণা করা হচ্ছে ইউক্রেনের অন্যান্য শহরেও একই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে৷
ম্যাগাজিনটির দাবি, জার্মান গোয়েন্দা সংস্থা প্রাপ্ত সকল তথ্য দেশটির সংসদে জমা দিয়েছে৷
যুদ্ধাপরাধের তদন্ত দাবি সাবেক মন্ত্রীদের
জার্মানির সাবেক আইনমন্ত্রী জাবিনে লয়েটহয়জার-স্নারেনব্যার্গার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গেয়ারহার্ট বাউম ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে জার্মান প্রসিকিউটরের কাছে ১৪০ পৃষ্ঠার অভিযোগ দায়ের করেছেন৷
সাবেক এই দুই মন্ত্রী মূলত রাশিয়ার বিভিন্ন কর্মকর্তা, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এবং সেনাবাহিনীর বেশ কিছু সদস্যের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত শুরু করতে চাইছেন৷
তাদের আইনজীবী নিকোলাওস গাজেস স্পিগেলকে বলেন, জার্মান প্রসিকিউটররা যুদ্ধাপরাধ বিষয়ে মামলা চালাবে কি না, সে বিষয়ক তথ্য গোয়েন্দাদের প্রাপ্ত বার্তা থেকে নিতে পারে৷
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটররা ইউক্রেনে সংগঠিত সম্ভাব্য যুদ্ধাপরাধ বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে৷
আরআর/জেডএইচ (এএফপি, এপি, রয়টার্স)