1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব সেরা বিশ্ববদ্যালয়গুলোর শীর্ষে হার্ভার্ড

১৩ আগস্ট ২০১০

বিশ্বের সেরা ১শ'টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আবারো যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোই প্রথম সারিতে উঠে এসেছে৷ ঠিক যেমনটি গত ছয় বছর ধরে হয়ে আসছে৷ এবারও এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়৷

https://p.dw.com/p/OmwX
বিশ্ববিদ্যালয়ের বাঁধনহারা জীবনছবি: AP

দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, এবং তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি৷ বৈজ্ঞানিক গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোর অর্জনের ওপর নির্ভর করে এই ব়্যাংকিং করা হয়ে থাকে৷ তাছাড়া এই ক্ষেত্রে আর যে সব মাপকাঠির ওপর নির্ভর করা হয়, তারমধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্টাফ এবং আ্যলামনিদের নোবেল পুরস্কার এবং মেডেল প্রাপ্তি৷ এছাড়া, নেচার এনং সায়েন্স ম্যাগাজিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টির প্রকাশনার সংখ্যাও মাপকাঠির বিবেচ্য বিষয়৷

Deutschland Bildung Studiengebühren Studenten in Frankfurt
প্রতিযোগিতায় কেন পিছিয়ে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো ?ছবি: AP

তবে বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় নির্বাচনের এই মাপকাঠি কঠোরভাবে সমালোচিত, বিশেষ করে ইউরোপে৷ কর্মকর্তারা এই ক্ষেত্রে বলে থাকেন, যে ভিত্তির ওপর নির্ভর করে এই মাপকাঠি তৈরি করা হয়েছে, তা ইউরোপীয় স্কুলগুলোর বিরুদ্ধ৷

যুক্তরাষ্ট্রের বাইরে অন্য যেসব শিক্ষা প্রতিষ্ঠান তালিকার ওপর দিকে রয়েছে, তারমধ্যে ব্রিটেনের ক্যামব্রিজ এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি রয়েছে, পঞ্চম এবং দশম স্থানে৷ এছাড়া কুড়িতম স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব টোকিও৷ এশিয়া-প্রশান্ত মহাসাগিরীয় অঞ্চলের মধ্যে এটিই সেরা বিশ্ববিদ্যালয়৷ আর ইউরোপে, সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত সুইস ফেডারেল ইন্সটিটিউট অব টেকনোলজির অবস্থান ২৩তম৷ আর প্যারিসের পিয়ের অ্যান্ড মারি কুরি ইউনভার্সিটির অবস্থান ৩৯ নম্বরে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ