1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা

১৭ সেপ্টেম্বর ২০১৩

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার এবারের আয়োজক ইন্দোনেশিয়া৷ তা নিয়ে সে দেশ আনন্দে মাতোয়ারা হবে কি, প্রতিবাদের মুখে আয়োজনটাই পড়েছে অনিশ্চয়তায়৷ অন্যদিকে গণমাধ্যমের প্রচারের অনেকটা বাইরে হতে চলেছে ‘ওয়ার্ল্ড মুসলিমা'-র ফাইনাল৷

https://p.dw.com/p/19iDV
epa03864567 Participants of the World Muslimah 2013 beauty pageant pose for photographs during a training session in Subang, West Java, Indonesia, 12 September 2013. The grand finale of the World Muslimah Beauty 2013 will be held in Jakarta on 18 September. Twenty finalists will compete for the crown. EPA/MAST IRHAM
ছবি: picture-alliance/dpa

ওয়ার্ল্ড মুসলিমা হলো মুসলিম পরিবারের সুন্দরীদের নিয়ে নতুন ধরনের এক প্রতিযোগিতা৷ এর শুরু হয়েছিল দু বছর আগে৷ তবে ইন্দোনেশিয়ার এ আয়োজন তৃতীয় বছরে পা রেখেছে অন্যরকম আকর্ষণ নিয়ে৷ এবার আর শুধু ইন্দোনেশিয়ার প্রতিযোগী নিয়ে নয়, বিদেশিনীও থাকছেন মঙ্গলবারের ফাইনালে৷ নাইজেরিয়ার দু জন, আর মালয়েশিয়া, ব্রুনাই, ইরান, যুক্তরাষ্ট্র, এমনকি বাংলাদেশেরও একজন করে প্রতিযোগী আছেন সেখানে৷

বাংলাদেশের হয়ে ‘মিস মুসলিম ওয়ার্ল্ড' খেতাব জিততে জাকার্তায় গিয়েছেন ২১ বছর বয়সি তরুণী নাজনিন সুলতানা লিজা৷ চট্ট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লিজা জানিয়েছেন, তিনি ‘চেঞ্জিং বাংলাদেশ ফাউন্ডেশন'-নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন৷ সেখানে তিনি সমাজসেবা মূলক কাজ করেন৷ ‘ওয়ার্ল্ড মুসলিমা'-য় অংশ নিতে গেলে এমন অভিজ্ঞতা থাকাও জরুরি৷

Miss Muslim World 2013
প্রতিযোগিতার প্রতিষ্ঠাতা একা শান্তি জানিয়েছেন, এখানে অংশ নিতে হলে প্রতিযোগীকে হিজাব পরতে হবে আর স্মার্ট, ধার্মিক এবং স্টাইলিশ হতে হবেছবি: picture-alliance/dpa

আসন্ন ‘মিস ওয়ার্ল্ড' কিংবা সুন্দরী-সেরা নির্বাচনের আরেক প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স'-এর চেয়ে ‘ওয়ার্ল্ড মুসলিমা'-র নিয়মকানুন একেবারে আলাদা৷ সেখানে দেহপ্রদর্শনীকে অনেকটা মুখ্য করে তোলার কোনো সুযোগ নেই৷ প্রতিযোগিতার প্রতিষ্ঠাতা একা শান্তি জানিয়েছেন, এখানে অংশ নিতে হলে প্রতিযোগীকে হিজাব পরতে হবে আর স্মার্ট, ধার্মিক এবং স্টাইলিশ হতে হবে৷ এসব গুণের প্রমাণ হিসেবে নিজের সম্পর্কে একটা রচনা লিখে পাঠিয়েছিলেন বিশ্বের নানা দেশের মুসলিম মেয়েরা৷ সঙ্গে ছিল একটা ভিডিও, যাতে প্রতিযোগীরা কোরান তেলাওয়াতের দক্ষতা দেখিয়েছিলেন৷ সেসব দেখেই ১০০ জন আবেদনকারীকে সেমি ফাইনালের জন্য বেছে নেন বিচারকরা৷ ফাইনালে উঠেছেন ২০ জন৷ বিজয়িনীর নাম ঘোষণা করা হবে বুধবার, জাকার্তায় অনুষ্ঠেয় গ্র্যান্ড ফাইনাল শেষে৷ এবারের ‘ওয়ার্ল্ড মুসলিমা' পুরস্কার হিসেবে পাবেন ২ কোটি ৫০ লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়া, অর্থাৎ মাত্র ২,২০০ ডলার৷ এর বাইরে বিশেষ আকর্ষণ, সৌদি আরবে হজ করা এবং তুরস্ক ও ভারতে আনন্দভ্রমণের সুযোগ৷

epa03864565 Participants of the World Muslimah 2013 beauty pageant attend a Koran reading class in Subang, West Java, Indonesia, 12 September 2013. The grand finale of the World Muslimah Beauty 2013 will be held in Jakarta on 18 September. Twenty finalists will compete for the crown. EPA/MAST IRHAM
প্রতিযোগীদের কোরান তেলাওয়াতের দক্ষতা দেখাতে হয়েছে ভিডিওর মাধ্যমেছবি: picture-alliance/dpa

পুরস্কারে টাকার অঙ্ক বেশি না হলেও নাইজেরিয়ার প্রতিযোগিনী আয়েশা আদেরোঙ্কে আদেসিনা খুব খুশি৷ ভোর তিনটায় উঠে ফজরের নামাজ পড়ে, দুপুরে এতিমদের সঙ্গে আহার, তারপর ইসলাম নির্দেশিত নীতি অনুযায়ী আর্থিক লেন-দেন এবং পবিত্র ধর্মগ্রন্থ কোরান পাঠ বিষয়ে ক্লাস করা – এত ধকলের পরও হাসি মুখেই তিনি বললেন, ‘‘এখানে অংশ নিতে পেরে আমি খুব খুশি৷ এটা মিস ওয়ার্ল্ড-এর চেয়ে আলাদা, কারণ, ওখানে বাইরের সৌন্দর্যটা বেশি প্রাধান্য পায় আর এখানে ভেতরের সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ৷'' শেষে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন লাগোস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েশা৷ তাঁর মতে, ‘‘কোরান আমাদের বলে, ওরা যা করছে করতে দাও, আমরা আমাদের কাজ করি৷ আমি শুধু শরীরের যেসব অংশ (ইসলাম ধর্ম অনুযায়ী) দেখানো বারণ, সেইগুলোর যথেচ্ছ প্রদর্শনের বিপক্ষে৷''

ইন্দোনেশিয়ার কট্টর ইসলামপন্থিরা অবশ্য ‘মিস ইউনিভার্স' প্রতিযোগিতার ব্যাপারে এতটা সহনশীল নন৷ তাঁদের দাবির মুখে বিকিনিপর্ব বাদ দিয়েই প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছিল আয়োজকরা৷ তাতেও অনিশ্চয়তার মেঘ কাটেনি৷ আগামী ২৮ সেপ্টেম্বর জাকার্তাতেই হওয়ার কথা প্রতিযোগিতার ফাইনাল৷ কিন্তু সরকার বলেছে, সেখান থেকে ‘মিস ওয়ার্ল্ড' প্রতিযোগিতা বালি-তে সরিয়ে নিতে৷

এসিবি/এসবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য