1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু

১ জুলাই ২০১২

পদ্মা সেতুর অর্থায়ন বাতিল করে মূলত বিশ্ব ব্যাংক মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলেছে, এমন মন্তব্য করলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান৷ দুদকের ভূমিকারও সমালোচনা করেছেন তিনি৷

https://p.dw.com/p/15Ok0
ARCHIV - Das Logo der World Bank (Weltbank), aufgenommen am 01.11.2009 in Washington. Die Weltbank hat ihre globale Wachstumsprognose wegen der Euro-Krise kräftig gestutzt und warnt vor einem Absturz der gesamten Weltwirtschaft. Die Eurozone wird dem am Mittwoch (18.01.2012) in Peking vorgelegten Ausblick zufolge dieses Jahr in die Rezession rutschen. Weltweit erwartet die Weltbank nur noch ein Wachstum von 2,5 Prozent in diesem und 3,1 Prozent im nächsten Jahr. Foto: Rainer Jensen dpa +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

দুর্নীতির কারণে পদ্মা সেতুর অর্থায়ন বিশ্ব ব্যাংক বাতিল করায় এখন মহাজোট সরকার ঘরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে৷ সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠলেও তিনি এখনও মন্ত্রিসভায় বহাল তবিয়তে৷ অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের ভূমিকাও অনেকটা ঠুঁটো জগন্নাথের মতো৷ শেষ পর্যন্ত শনিবার বিশ্ব ব্যাংক জানিয়ে দেয় যে তারা পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন আর করছে না৷ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বিশ্বব্যাংকের এই সিদ্ধান্তটি প্রত্যাশিত হলেও একতরফা৷ উন্নয়নশীল বিশ্বের অনেক প্রকল্পেই বিশ্ব ব্যাংক অর্থায়ন করে থাকে এবং তারা দুর্নীতির ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে৷ এটাকে আমরা সমর্থন করি৷ কিন্তু যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার আগেই এই সিদ্ধান্তকে আমরা সমর্থন করি না৷ সরকারের কতিপয় ব্যক্তির জন্য গোটা দেশকে যেমন শাস্তি দেওয়া ঠিক নয়, তেমনি প্রকল্পকে বাঁচিয়ে রাখাটাও বিশ্ব ব্যাংকের দায়িত্ব৷

Eine Hand reicht am Dienstag (18.10.2005) in Schwerin einen Umschlag mit Bargeld über einen Schreibtisch. (Illustration zum Thema Vorstellung des Korruptionswahrnehmungsindex vom 18.10.2005) Transparency International (TI) stellt am selben Tag in Berlin und London seinen jährlichen Korruptionsbericht vor, in dem über 150 Staaten klassifiziert werden. Deutschland rutschte in dem Bericht vom 15. auf den 16. Platz, erzielte aber wie im Vorjahr 8,2 von 10,0 möglichen Punkten. Auf dem letzten Platz des Index rangieren Bangladesh und der Tschad. Foto: Jens Büttner/lmv (zu dpa 4088 vom 18.10.2005) +++(c) dpa - Bildfunk+++
দুর্নীতি সব দেশেই রয়েছেছবি: dpa

দুর্নীতি দমন কমিশনের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইফতেখারুজ্জামান৷ এর আগে এই ঘটনা নিয়ে দুদকের পক্ষ থেকে বলা হয়েছিলো কোন প্রমাণ মেলেনি৷ কিন্তু ক্যানাডার পুলিশ এসে এই দুর্নীতির প্রমাণ দিয়ে গেছে৷ টিআইবি কর্মকর্তা বলেন, এই ঘটনা নিয়ে তদন্ত করার সামর্থ্য আছে কি না দুদকের, সেটি নিয়ে আমার সন্দেহ রয়েছে৷ এই ঘটনার তদন্তের জন্য প্রয়োজনীয় স্বাধীনতা তাদের আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে৷ এছাড়া এই ধরণের দুর্নীতির তদন্ত করার জন্য পেশাগত দক্ষতার বেলাতেও তাদের একটি সমস্যা রয়ে গেছে৷

বিগত কয়েক মাসে বড় বড় দুর্নীতির অভিযোগ উঠেছে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে৷ এই ব্যাপারে ইফতেখারুজ্জামান বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি থাকলেও তা শুধু কাগজে কলমে৷ দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অনেক সময় অভিযোগ অস্বীকার করা হয়, এছাড়া অভিযুক্তদের প্রশ্রয় দেওয়ারও প্রবণতা দেখা যাচ্ছে৷ ফলে দুর্নীতি যে একটি অপরাধ সেটি প্রতিষ্ঠিত হচ্ছে না৷ এই অবস্থান থেকে সরকারকে সরে আসতে হবে, বলেন টিআইবির প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখারুজ্জামান৷

সাক্ষাৎকার: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য