বিশ্ব পরিসরে গুরুত্বপূর্ণ হওয়ার চেষ্টা সাউথ আফ্রিকার
২৭ মে ২০২৪এছাড়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কো ও কিয়েভ সফর করেছেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা৷
সাউথ আফ্রিকান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ‘আফ্রিকান গভর্ন্যান্স অ্যান্ড ডিপ্লোমেসির' প্রোগ্রাম ডাইরেক্টর স্টিভেন গ্রাজড ডিডাব্লিউকে বলেন, ‘‘সাউথ আফ্রিকার মতামতের গুরুত্ব আছে৷ আন্তর্জাতিক স্তরে সাউথ আফ্রিকা এখন একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বিশেষ করে আফ্রিকায়৷''
২০২২ সালে ইথিওপিয়ার টিগ্রেতে গৃহযুদ্ধের সময় সাউথ আফ্রিকা সংঘাত থামানোর চেষ্টা করেছে৷
গত শুক্রবার আইসিজে ইসরায়েলকে ফিলিস্তিনের রাফায় হামলা ‘অবিলম্বে' বন্ধ করার নির্দেশ দেয়, যার জন্য সাউথ আফ্রিকা জরুরি ভিত্তিতে আবেদন করেছিল৷
তবে সাউথ আফ্রিকার পদক্ষেপে অসঙ্গতি আছে বলে মনে করেন গ্রাজড৷ তিনি বলেন, দেশটি ফিলিস্তিনকে সমর্থন করলেও রাশিয়া যে জাতিসংঘের চার্টার ভঙ্গ করছে সে বিষয়ে রাশিয়ার সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে সাউথ আফ্রিকা৷
পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সমালোচনা সত্ত্বেও সাউথ আফ্রিকা ফিলিস্তিনের সঙ্গে যোগাযোগের বিভিন্ন পথ খোলা রেখেছে বলে জানান গ্রাজড৷
এছাড়া শীতল যুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে সাউথ আফ্রিকা৷
সাউথ আফ্রিকার সুশীল সংগঠন ‘সাউদার্ন আফ্রিকান লিয়াজোন অফিসের' পলিসি ম্যানেজার লওয়াজি সোম্যা নিউ বলেন, অতীত ইতিহাসের কারণে সাউথ আফ্রিকা মনে করে, মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি তার একধরনের অনন্য নৈতিক দায়িত্ব রয়েছে৷
আফ্রিকান ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য সাউথ আফ্রিকা৷ এছাড়া জি-টোয়েন্টিতে আফ্রিকার একমাত্র প্রতিনিধিও তারা৷
উদীয়মান কয়েকটি অর্থনীতির সংগঠন ব্রিকসেরও সদস্য সাউথ আফ্রিকা৷ ব্রিকস এখন জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক ও বিশ্ব বাণিজ্য সংস্থায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাইছে৷ এমনকি ২০১৪ সালে নিজেদের একটি উন্নয়ন ব্যাংকও প্রতিষ্ঠা করেছে ব্রিকস৷
মার্টিনা শোয়িকোভস্কি/জেডএইচ