1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব কাঁপাতে এলো কলিযুগের ‘রাবণ'

১৮ জুন ২০১০

এই প্রথম কোনো ছবি হিন্দি, তামিল ও তেলুগু – তিনটি ভাষায় একসঙ্গে মুক্তি পেলো৷ বিশ্বের ৩৫টিরও বেশি দেশের ২,২০০ প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেল মণি রত্নমের ‘রাবণ'৷

https://p.dw.com/p/NwF4
কলিযুগের ‘রাবণ’ অভিষেকছবি: Madras Talkies and Reliance Big Pictures

রামায়ণের ‘রাবণ'কে বর্তমান যুগে চলচ্চিত্রের পর্দায় কীভাবে তুলে ধরা হয়েছ, তা জানতে হলে ছবিটি দেখতে হবে৷ ‘আধুনিক' রাবণ লালমাটি নামের জঙ্গলের ‘রবিনহুড'৷ স্থানীয় মানুষ তাকে ভয়ও করে, অন্যদিকে তাকে ভালবাসে৷ সূর্পণখা অপমানের কারণে নয়, নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে সে বদ্ধপরিকর৷ সীতা নয় – এক পুলিশ অফিসারের স্ত্রীকে সে অপহরণ করে৷ তবে এই ছবিতে সীতা তার অপহরণকারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে – যাকে আজকাল ‘স্টকহোম সিনড্রোম' বলা হয়৷ চরম মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হয় সীতা – বা রাগিণীর মনে৷

পরিচালক মণি রত্নম, অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বর্য রাই – এই তিন জনের কাজের পরিচয় আগেই পাওয়া গিয়েছিল ‘গুরু' ছবিতে৷ ছবিটি বিশাল সাফল্যও পেয়েছিলো৷ ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স থেকে শুরু করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশে মুক্তি পাচ্ছে ‘রাবণ'৷ বৃহস্পতিবার রাতে লন্ডনে বেশ জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হলো ‘রাবণ'এর প্রিমিয়ার শো৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক