বিশ্বের সবচেয়ে মূল্যবান ৮টি পদার্থ
আপনি নিশ্চয়ই ভাবছেন স্বর্ণ এর মধ্যে একটি৷ কিন্তু সত্যি কথা হলো, এই তালিকায় স্বর্ণের কোনো স্থান নেই৷ ছবিঘরে দেখে নিন কোন পদার্থগুলো আছে এই তালিকায়৷
অ্যান্টিম্যাটার
অ্যান্টিম্যাটার হলো সমান ভর কিন্তু বিপরীত আধানযুক্ত মৌলকণা দিয়ে গঠিত বস্তু৷ এর প্রতি গ্রামের মূল্য ৬২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার৷
ক্যালিফোর্নিয়াম
ক্যালিফোর্নিয়ামের গ্রাম প্রতি মূল্য ২৫ থেকে ২৭ মিলিয়ন মার্কিন ডলার৷
হীরা
ডায়মন্ড বা হীরার মূল্য প্রতি গ্রাম ৫৫ হাজার মার্কিন ডলার৷
ট্রিটিয়াম
এটি একটি রেডিয়ামধর্মী পদার্থ৷ এর ১ গ্রামের মূল্য ৩০ হাজার মার্কিন ডলার৷
টাফাইট
এই পদার্থের মূল্য প্রতি গ্রাম ২০ হাজার মার্কিন ডলার এবং প্রতি ক্যারেট ৪ হাজার ডলার৷
পেইনাইট
এর প্রতি গ্রামের দাম ৯ হাজার মার্কিন ডলার৷
প্লুটোনিয়াম
প্লুটোনিয়ামের দাম গ্রাম প্রতি ৪ হাজার মার্কিন ডলার৷
এলএসডি
এই পদার্থের দাম গ্রাম প্রতি ৩ হাজার মার্কিন ডলার৷
8 ছবি
1 | 88 ছবি