বিশ্বের সবচেয়ে বড় জমায়েত ভারতের পূর্ণকুম্ভ মেলা
হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব পূর্ণকুম্ভ মেলা শুরু হয়েছে সোমবার৷ এবার আনুমানিক ৪০ কোটি মানুষ মেলায় যাবেন বলে আশা করা হচ্ছে৷ মানব ইতিহাসের সবচেয়ে বড় এই জমায়েতের জন্য নতুন করে একটি শহর তৈরি করা হয়েছে৷
স্নান এবং প্রার্থনা
কুম্ভ মেলার প্রধান কার্যক্রমই হচ্ছে স্নান করা৷ পাপ মুক্তির আশায় একজন হিন্দু সাধু সঙ্গমের পবিত্র পানিতে স্নান করছেন৷ হিন্দু ধর্মানুসারে সঙ্গম হচ্ছে তিন পবিত্র নদী গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল৷
কোটি কোটি মানুষের জমায়েত
কুম্ভ মেলা ও একে ঘিরে হওয়া উৎসব উপলক্ষে কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ সমবেত হন৷ বিশ্বে এটিই সবচেয়ে বড় ধর্মীয় উৎসব৷ ২০১৯ সালে ২০ কোটি মানুষ এতে অংশগ্রহণ করেছিলেন৷ আয়োজকরা এ বছর সংখ্যাটি ৩৫ থেকে ৪০ কোটি হবে বলে ধারণা করছে৷ প্রতিবছর সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত হজকে কেন্দ্র করে প্রায় ২০ লাখ মানুষের জমায়েত হয়৷
বৈচিত্র্যময় যাত্রা
দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে উড়োজাহাজ, ট্রেন, বাস, রিকশা বা বাইসাইকেল চড়ে তীর্থযাত্রীরা জড়ো হন উত্তর প্রদেশের প্রায়াগরাজে (পুরাতন এলাহাবাদ)৷ তীর্থযাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেলওয়ে ৯৮টি বিশেষ ট্রেনেরও ব্যবস্থা করেছে৷ অনেকেই কয়েক সপ্তাহ পায়ে হেঁটে কুম্ভমেলায় যোগ দিতে যান৷
স্বর্গে উৎসব?
গঙ্গা স্নানের পর আলোকচিত্রশিল্পীর ক্যামেরায় তিন নারী৷ হিন্দুদের বিশ্বাস, এই পবিত্র স্নান করলে তাদের পাপ ধুয়ে যাবে, তাদের স্বর্গপ্রাপ্তি হবে৷
গঙ্গায় সৌভাগ্য
সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় শাহি স্নানকে। ২০২৫ সালে ছয়টি শাহি স্নানের দিন আছে। তার মধ্যে গত সোমবার (১৩ জানুয়ারি) সকালের মধ্যে প্রায় ৬০ লাখ ভক্ত নদীতে ডুব দিয়েছেন৷ ১৪ জানুয়ারি দ্বিতীয় দিনে স্নান করেছেন দেড় কোটি মানুষ। তবে জানুয়ারির শেষের দিকের অমাবস্যা চলাকালীন আনুষ্ঠানিক স্নানকে বিশেষভাবে শুভ বলে মনে করা হয়৷ এটিই উৎসবের প্রধান আকর্ষণ৷ মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত৷
কুম্ভ মেলা ও মোদীর রাজনীতি
কেন্দ্র ও রাজ্যে বিজেপি-র নেতৃত্বাধীন সরকার এই কুম্ভমেলাকে ব্যবহার করছে তাদের রাজনৈতিক প্রচার প্রচারণার অংশ হিসেবে৷ মেলার মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিসহ বিশাল ব্যানার তারই এক উদাহরণ৷