1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাবেল্সব্যার্গ স্টুডিও

৮ ফেব্রুয়ারি ২০১২

বিশ্বের সবচেয়ে পুরানো বড় ফিল্ম স্টুডিও কোথায় অবস্থিত? হলিউড বা বলিউডে? না, সঠিক উত্তর জার্মানির রাজধানী বার্লিনের বাইরে পটসডামে’এ৷ সেই বাবেল্সব্যার্গ স্টুডিও চলতি মাসে একশো বছরে পা দিচ্ছে৷

https://p.dw.com/p/13z74
ছবি: Studio Babelsberg AG

ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী এই বাবেল্সব্যার্গ স্টুডিও৷ প্রথম বিশ্বযুদ্ধ, নাৎসিদের দাপট থেকে শুরু করে কমিউনিস্ট পূর্ব জার্মানির শাসনকাল – সব কিছু সামলে এই একবিংশ শতাব্দীতেও এর আকর্ষণ কমে নি৷ ‘দ্য ব্লু এঞ্জেল' খ্যাত জার্মান অভিনেত্রী মার্লেনে ডিটরিশ এখানে অভিনয় করেছেন৷ ১৯২৬ সালে এখানেই তৈরি হয় বিশ্ববিখ্যাত কল্পবিজ্ঞান চলচ্চিত্র ‘মেট্রোপোলিস'৷ অ্যালফ্রেড হিচকক সহকারী পরিচালক হিসেবে এখানেই কাজ শিখেছেন৷ হলিউড'ও বার বার বাবেল্সব্যার্গ স্টুডিও'কে কুর্নিশ করেছে৷ এই স্টুডিওতে কাজ করার সুযোগ বিশাল এক সম্মান – বলেছেন বড় বড় তারকা৷ টম হ্যাংকস থেকে শুরু করে কোয়েন্টিন ট্যাব়্যান্টিনো সহ অনেকেই বাবেল্সব্যার্গ'এর বিশাল ভক্ত৷ টম হ্যাংকস সবে তাঁর ‘ক্লাউড অ্যাটলাস' ছবির শুটিং শেষ করেছেন, যা জার্মানির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে চলেছে বলে দাবি করা হচ্ছে৷

আজও বাবেল্সব্যার্গ স্টুডিও হলিউড সহ গোটা বিশ্বের কাছে কেন এত আকর্ষণীয়? স্টুডিওর প্রধান কর্ণধার চার্লি ওবকেন সংবাদ সংস্থা এএফপি'কে বলেন, শুটিং'এর জন্য বার্লিন প্রযোজকদের কাছে একাধিক কারণে বেশ উপযুক্ত৷ লোকেশন হিসেবে শহরের আকর্ষণ তো রয়েছেই৷ তাছাড়া লন্ডন বা অন্য অনেক বড় শহরের তুলনায় অনেক কম খরচে এখানে শুটিং করা যায়৷ বড় আকারের সেট তৈরি করার জন্যও প্রায় ২৫,০০০ বর্গ মিটার এলাকার বিশাল এই স্টুডিও অত্যন্ত উপযুক্ত৷ ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর পতনের পর অবশ্য বাবেল্সব্যার্গ'এর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছিল৷ ২০০৪ সালে আবার নতুন রূপে আত্মপ্রকাশ করে এই ‘মুভি ফ্যাক্টরি'৷

Deutschland Filmstudio Babelsberg bei Potsdam Gebäude Flash-Galerie
রাজধানী বার্লিনের বাবেল্সব্যার্গ স্টুডিও...ছবি: picture alliance/dpa/dpaweb

আগামী ১২ই ফেব্রুয়ারি ১০০ বছরে পা দিচ্ছে বাবেল্সব্যার্গ স্টুডিও৷ এক শতাব্দী আগে ঠিক এই দিনেই ‘ড্যান্স অফ দ্য ডেড' নামের এক ছবির শুটিং দিয়েই শুরু হয়েছিল বাবেল্সব্যার্গ'এর জয়যাত্রা৷ স্মরণীয় এই দিনটিতে আয়োজন করা হচ্ছে বিশাল উৎসব৷ এবারের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও আলাদা করে বাবেল্সব্যার্গ'এ তোলা উল্লেখযোগ্য ছবির রেট্রোস্পেকটিভ আয়োজন করা হচ্ছে৷ কান, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক ও লন্ডনেও দিনটিকে বিশেষভাবে স্মরণ করা হবে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য