বিশ্বের প্রাচীনতম গুহা চিত্রকর্ম পাওয়া গেছে
১৫ জানুয়ারি ২০২১ইন্দোনেশিয়ার পিএইডি ছাত্র বাসরান বুরহানের টিম তাদের জরিপের অংশ হিসেবে ২০১৭ সালে ইন্দোনেশীয় কর্মকর্তাদের সাথে সুলাওয়েসি দ্বীপ পরিদর্শনে যায়৷ সেখানেই তারা এই চিত্রকর্মটি আবিষ্কার করে৷ গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা, যারা ইন্দোনেশিয়ার প্রত্নতাত্ত্বিকদের সাথে যৌথভাবে কাজ করেন, তাদের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়৷
গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের ‘অস্ট্রেলিয়ান রিসার্চ সেন্টার ফর হিউম্যান এভুলিউশনের' গবেষক অ্যাডাম ব্রুম বলেন, ‘‘আমাদের জানা মতে এই গুহায় পাওয়া ৪৫ হাজার পাঁচশো বছরের পুরনো এই চিত্রকর্মটি বিশ্বের প্রাচীনতম শিল্পকর্ম৷''
বন্য শূকরের চিত্রকর্মটি ১৩৬ সেন্টিমিটার চওড়া এবং ৫৪ সেন্টিমিটার লম্বা৷ দেখতে অনেকটা পুরুষ শূকরের মতো৷ ছবিতে শূকরের পেছনে ওপরের দিকে দুই হাতের ছাপ এবং মুখোমুখি আরও দুটো শূকর রয়েছে, যা বেশ অস্পষ্ট ৷ গবেষকদের মতে ছবিতে গাঢ় লাল রঙের মিশ্রন ব্যবহার করা হয়েছে৷ স্থানীয়রা এর আগে কখনো এই পেইন্টিংটি দেখেনি বলে জানিয়েছে৷
সেই প্রস্তর যুগ থেকে সুলাওয়েসি দ্বীপে মানুষ শূকর শিকার করছে আর এই চিত্রকর্মেও তার ছাপ রয়েছে বলে মনে করেন বুরহান৷
বিশেষজ্ঞ ম্যাক্সিম অবার্ট জানান, যারা চিত্রকর্মটি তৈরি করেছেন তারা তাদের মতোই আধুনিক ছিলেন এবং তাদের পছন্দমতো চিত্রায়িত করার ক্ষমতা এবং সরঞ্জাম সবই সে যুগেও তাদের ছিল৷
মানসি গোপালকৃষ্ণান/এনএস