বিশ্বের নানা প্রান্তের ঋতুবদল
ঋতুবদলের সময়টি এক এক সংস্কৃতির মানুষ এক একভাবে মনে রাখেন৷ এই ছবিঘরে দেখুন গত সপ্তাহের কিছু বাছাই দৃশ্য, যা এই বিশেষ সময়টি তুলে ধরছে৷
একটু উষ্ণতার খোঁজে
স্নো গুজ নাম শুনলে মনে হয় যে এই পাখিরা হয়তো শীতকাতুরে নয়৷ কিন্তু ক্যানাডার উত্তরাঞ্চলে ডিম পাড়ার পর এই অঞ্চলের আবহাওয়া এই পাখিদের জন্যেও বেশি ঠাণ্ডা হয়ে পড়ে৷ ফলে, উষ্ণতার খোঁজে দক্ষিণের দিকে উড়ে চলে তারা৷ বেশিরভাগ স্নো গিজের শেষ গন্তব্য অ্যামেরিকার দক্ষিণাঞ্চল বা মেক্সিকো৷
মৃতদের স্মৃতিতে পতাকা
কিয়েভ শহরের ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে ইউক্রেনের পতাকার নিচ দিয়ে কৃত্রিম পায়ে হেঁটে যাচ্ছেন এক সৈনিক৷ এই পতাকাগুলি যুদ্ধে নিহত সৈনিকদের সম্মানে উড়ছে৷ দ্য নিউ ইয়র্ক টাইমসের আগস্ট মাসের একটি প্রতিবেদন বলছে, যুদ্ধে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ সৈনিক নিহত বা জখম হয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের সংখ্যা মিলিয়ে৷
জীবন যখন শুকায়ে যায়
ব্রাজিলের আমাজনের অবস্থা শোচনীয়৷ প্রবল খরার কারণে নদীর পানি শুকিয়ে যাচ্ছে৷ বন্ধ হয়ে পড়েছে মানুষের যাতায়াত ব্যবস্থা৷ বিশেষজ্ঞরা এই অবস্থার জন্য দায়ী করেছেন এল নিনো নামের বিশেষ আবহাওয়া পরিস্থিতিকে৷
চিড়িয়াখানায় হ্যালোউইন
ইটালির চিড়িয়াখানাতেও ঢুকে গেছে হ্যালোউইনের প্রভাব৷ ৩১ অক্টোবর হ্যালোউইনের দিন রোম শহরের বিয়োপার্কো চিড়িয়াখানায় ভৌতিক সাজে সাজানো মিষ্টিকুমড়োর ভেতরে মাংস ও সবজি ভরে তা রেখে দেওয়া হয় চিড়িয়াখানার বাসিন্দা জন্তুদের কাছে৷ ছবিতে দেখা যাচ্ছে সাদা রঙের বেঙ্গল টাইগার৷ তার কি মিষ্টিকুমড়ো খেতে ভালো লাগবে?
এবার অপেক্ষার পালা
চীনা খাবারে ব্যবহৃত সোয়া সস তৈরি করা কষ্টসাপেক্ষ না হলেও বেশ সময়সাপেক্ষ৷ সেঁকে, রান্না করে নেওয়া সয়াবিনকে পঁচিয়ে সস বানাতে চীনাদের প্রায় ছয়মাস পর্যন্ত লেগে যায়৷ মাঝেমাঝে এই সস তৈরির কৌটার ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হয় মিশ্রণকে৷
প্রকৃতি বনাম মানুষ
অস্ট্রেলিয়ার ফিলিপ আইল্যান্ডে গত সপ্তাহে আবহাওয়ার সাথে রীতিমত লড়তে হয়েছে সেখানকার মানুষদের৷ তার ওপর যদি দ্রুতগতিতে মোটরসাইকেলের প্রতিযোগিতায় অংশ নিতে হয়, তাহলে বাইকচালকের অবস্থা হতে পারে ছবিতে থাকা স্প্যানিশ বাইকচালক সেরজিও গার্সিয়ার মতো৷ এর পরের মুহূর্ত কেমন হতে পারে, তা ছবি থেকেই স্পষ্ট৷
কিংবদন্তীদের স্মৃতিতে
যুক্তরাজ্যজুড়ে, বিশেষ করে ম্যাঞ্চেস্টারে, কিংবদন্তী হিসাবে গণ্য হন স্যার ববি চার্লটন৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবের এই ফুটবলার তার ক্লাবের মাঠের নাম দেন ‘থিয়েটার অফ ড্রিমস’৷ ১৯৬৬ সালে দেশের হয়ে বিশ্বকাপ জেতা দলেও উল্লেখযোগ্য ভূমিকায় ছিলেন তিনি৷ ৮৬ বছর বয়সে মারা যান স্যার চার্লটন৷ তার স্মৃতিতে ক্লাবের বাইরে তার ভাস্কর্যের গলায় ক্লাবের স্কার্ফ পরিয়ে দেন ভক্তরা৷
বিদায়, গ্রীষ্ম!
জার্মানির উত্তরাঞ্চলের সমুদ্র সৈকত থেকে সরিয়ে নেওয়া হচ্ছে রোদ পোহাবার জন্য রাখা চেয়ার৷ এই দৃশ্য বুঝিয়ে দেয় যে এবারে শেষ গ্রীষ্মকাল৷ কিল শহরের পাশে বাল্টিক সাগরে ঝড় উঠছে, তাই আর এই চেয়ারগুলি রাখা যাবে না৷
গোটা শরীরই যখন দোকান
ভারতের বিভিন্ন প্রান্তে হেমন্ত মানেই নানা ধরনের উৎসবের আমেজ৷ দুর্গাপূজা, দশেরা, লক্ষী পুজো হয়ে দীপাবলি আসন্ন৷ আর উৎসব মানেই নতুন পশরা, নতুন দোকান৷ কিন্তু এই দোকানির তো গোটা শরীজুড়েই দোকান! কোথায় ক্যাশ কাউন্টার, আর কোথায় বা বাকি পণ্যের মজুত?
ফিশটারবার্গ শহরের তুষারাচ্ছাদিত দৃশ্য
xজার্মানির স্যাক্সনি অঞ্চলে গত কয়েক দিনে আবহাওয়া ব্যাপকভাবে বদলেছে৷ ফিশটেলবার্গে তুষারপাতও শুরু হয়ে গিয়েছে৷ পাতলা জামাগায়ে পর্যটকদের এই দৃশ্য দেখে মাথায় হাত৷ কিন্তু ঠাণ্ডা দীর্ঘ সময় না থাকলেও সাদা, তুষার ঢাকা দৃশ্য বেশ অনেক সময় ধরেই তাদের মনোরঞ্জন করেছে৷