বিশ্বব্যাংকের দুর্নীতি নিয়ে অভিযোগ তদন্ত করছে দুদক
১৯ অক্টোবর ২০১১দুদক চেয়ারম্যান গোলাম রহমান জানান, বিশ্বব্যাংকের অভিযোগ, যোগাযোমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ব্যবসায়িক প্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনাল কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে পদ্মা সেতুর কাজ পাইয়ে দিতে তাদের সঙ্গে যুক্ত হতে বলেছে৷ সাকো ইন্টারন্যাশনাল নাকি প্রতিশ্রুতি দিয়েছে, তারা ওই সব ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিত সক্ষম৷ দুদক চেয়ারম্যান গোলাম রহমান জানান, বিশ্বব্যাংক তাদের অভিযোগের কাগজপত্র দুদকের কাছে পাঠিয়েছে৷
গোলাম রহমান জানান, মন্ত্রী হিসেবে যোগাযোগমন্ত্রী জনস্বার্থ দেখবেন, তিনি তার ব্যবসায়িক স্বার্থ দেখতে পারেন না৷ এটা যদি হয়ে থাকে তাহলে তা গ্রহণযোগ্য নয়৷ একই সঙ্গে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে৷
দুদদক চেয়ারম্যান জানান, ক্যানাডিয়ান প্রতিষ্ঠানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে৷ এজন্য দুদক মোট দু'টি তদন্ত টিম গঠন করেছে৷ যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে নেতৃত্ব দিচ্ছেন দুদক কর্মকর্তা জয়নুল আবেদীন শিবলি৷ আর ক্যানাডিয়ান প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে নেতৃত্ব দিচ্ছেন দুদক কর্মকর্তা আব্দুল্লাহ আল জাহিদ৷
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক যমুনা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে৷ এই প্রকল্পে বিশ্বব্যাংকের ১২০কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেয়ার কথা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক