বিশ্বকাপ ১৯৯৬: শ্রীলংকার পিঞ্চ হিট-এর আসর
৭ ফেব্রুয়ারি ২০১১অন্যদিকে পিঞ্চ হিটিং এর মাধ্যমে ব্যাটিং এ নতুন ধারা চালু করে লংকানরা৷
বিশ্বকাপ আয়োজিত হয় ভারত, পাকিস্তান এবং শ্রীলংকায়৷ নিরাপত্তার কারণে শ্রীলংকায় খেলতে অস্বীকার করে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া৷ ইডেন গার্ডেনে ঘটনাবহুল সেমিফাইনালে ভারতকে হারায় অর্জুনা রানাতুঙ্গার দল৷ আর অন্য ম্যাচে অস্ট্রেলিয়া হারায় ওয়েস্ট ইন্ডিজকে৷
ফাইনালটি ছিল লংকান তারকা অরবিন্দ ডি সিলভার একক ম্যাচ৷ কি বোলিং, কি ব্যাটিং এমনকি ফিল্ডিং এও যে দুর্দান্ত পারফরমেন্স দেখান ডি সিলভা তা এক কথায় অনবদ্য৷ মার্ক টেইলরের নেতৃত্বে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে তোলে ২৪১ রান৷ কিন্তু সেই রানকে কখনই খুব বেশি মনে হয়নি ডি সিলভার কারণে৷ তাঁর অনবদ্য অপরাজিত ১০৭ রানের কল্যাণে মাত্র তিন উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নেয় লংকানরা৷ বোলিং এ তিনটি উইকেট নেন ডি সিলভা, পাশাপাশি দুইটি ক্যাচও ধরেন তিনি৷
এই বিশ্বকাপে শ্রীলংকার সবচেয়ে বড় আবিষ্কার হন সানাথ জয়াসুরিয়া৷ প্রথম ১৫ ওভারের ফিল্ডিং বাধ্যবাধকতার সুযোগ নিয়ে পিঞ্চ হিটিং এর ধারা চালু করেন তিনি৷