বিশ্বকাপ খেলতে ভারতে আসবে পাকিস্তান
৭ আগস্ট ২০২৩রোববার পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় তাদের পুরুষ ক্রিকেট দলকে ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতে আসার অনুমতি দিয়েছে। একসময় মনে করা হচ্ছিল, শেষপর্যন্ত তাদের এই ছাড়পত্র মিলবে না। কারণ, ভারতের যে মাঠগুলিতে পাকিস্তানের খেলা আছে, তা নিয়ে তাদের বিদেশ মন্ত্রণালয়ের আপত্তি ছিল। মাঠ বদলের অনুরোধ করা হয়েছিল ভারতের কাছে। কিন্তু ভারত তা নাকচ করে দেয়। এরপরেই বিশেষজ্ঞদের অনেকে মনে করেছিলেন, পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে। কিন্তু শেষপর্যন্ত পাকিস্তান আসবে বলেই জানিয়েছে।
অক্টোবরের ৫ তারিখ থেকে নভেম্বরের ১৯ তারিখ পর্যন্ত ভারতের বিভিন্ন মাঠে বিশ্বকাপ ক্রিকেট আয়োজিত হবে। ১৪ অক্টোবর গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের মধ্যে লড়াই হতে পারে। এর আগে এই ম্যাচটি ১৫ তারিখ হওয়ার কথা ছিল। কিন্তু বিসিসিআই দিন বদলেছে বলে জানা গেছে। যদিও এখনো দিন বদলের তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
গুজরাটে ম্যাচ খেলা নিয়ে আপত্তি জানিয়েছিল পাকিস্তান। নিরাপত্তার কারণ দেখানো হয়েছিল। কিন্তু ভারত পাকিস্তানের আবেদনে সাড়া দেয়নি। ম্যাচের জায়গাও বদলায়নি।
পাকিস্তান বোর্ডের তরফে আইসিসি এবং বিসিসিআই-কে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে লেখা হয়েছে, পাকিস্তান মনে করে খেলা রাজনীতির অংশ নয়। সে কারণেই তারা দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের জের বিশ্বকাপ ক্রিকেটে যাতে এসে না পড়ে, পাকিস্তান সেদিকে খেয়াল রেখেছে।
তবে একইসঙ্গে ওই চিঠিতে লেখা হয়েছে, এখনো ভারতেপাকিস্তান দলের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। এ নিয়ে আইসিসি এবং ভারতীয় কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল। পাকিস্তান ক্রিকেট দল যাতে সবরকম নিরাপত্তা পায়, ভারতকে তা দেখতে হবে।
চিঠিতে আরো একটি বিষয় লেখা হয়েছে ভারতকে খোঁচা দিয়ে। বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ বলেই পাকিস্তান ভারতে দল পাঠাচ্ছে। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি দেখা হয়নি। পাকিস্তান এই গণতন্ত্রে বিশ্বাস করে। কিন্তু ভারত করে না। তাই এশিয়া কাপে তারা পাকিস্তানে দল পাঠাতে রাজি হয়নি।
এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)