বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি যাচ্ছে অস্ট্রেলিয়ায়
১৪ জানুয়ারি ২০১১অস্ট্রেলিয়ার বিশাল এলাকা জুড়ে এখন বন্যা৷ বানভাসি মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে টেনিসের বড় আসরটিও পিছিয়ে দেয়া হয়েছে৷ তবে সেখানকার ক্রীড়াপ্রেমীরা কিন্তু এত কষ্টের মধ্যেও ঠিকই বরণ করে নিচ্ছেন বিশ্বকাপকে৷
২০১১-এর বিশ্বকাপ ট্রফি ডিজাইন করেছে গেরাড এন্ড কো: প্রতিষ্ঠানের একটি টিম৷ ব্রিটিশ ক্রাউন জুয়েলার্স ট্রফিটিকে সোনা এবং রুপা দিয়ে গড়েছে৷ ৬০ সেন্টিমিটার উচ্চতা এবং ১১ কেজি ওজনের এই ট্রফির আদল মূলত স্ট্যাম্পস এবং বলের আকৃতিতে তৈরি৷
মেলবোর্নে ১৬ জানুয়ারি ট্রফিটির অবতরণের পর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকরা দেখতে পাবেন সেটিতে৷ দুই দিনের অনুষ্ঠানমালায় রয়েছে মজার মজার সব অনুষ্ঠান৷ মূল শহরেই একটি মঞ্চ প্রস্তুত এ জন্য, যেখানে ট্রফিটিকে শুভেচ্ছা জানাতে আসতে পারবেন সবাই৷ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগ্যাট, মেলবোর্নের মেয়র লর্ড হন রবার্ট ডোয়েল৷ ট্রফিকে শুভেচ্ছা জানাতে আসবে ৮৭-এর অস্ট্রেলিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন দলটি৷ এরপর ট্রফিকে নিয়ে যাওয়া হবে যেখানে খেলা হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি, সেই এমসিজি গেটের সামনে৷ দুই ঘন্টা রাখা হবে সেখানে৷ দর্শকরা সেখানে এসেও ট্রফিটিকে দেখতে পাবেন৷
১৭ ফেব্রুয়ারি ঢাকায় উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে উঠবে বিশ্বকাপের এই ট্রফি৷ এদিকে, বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বিশ্বকাপ উপলক্ষে দেশে বিশ্বমানের নিরাপত্তা বলয় গড়ে তোলার কথা বলেছেন৷
গতকাল বৃহস্পতিবার দুপুরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্খিতি নিয়ে এফবিসিসিআই সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আইজিপি বলেন, 'আমরা বিশ্বকাপ উপলক্ষে এক বছর ধরে প্রস্তুতি নিচ্ছি৷ যত সীমাবদ্ধতাই থাকুক না কেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে৷'এজন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে পুলিশকে যথাসাধ্য সহযোগিতা করার আহ্বানও জানান তিনি৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী