বিশ্বকাপে বাংলাদেশের যত রেকর্ড
ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ৷ চলুন তার আগে টাইগারদের কিছু রেকর্ডের কথা জেনে নিই৷
দলীয় সর্বোচ্চ রান
২০১৫ বিশ্বকাপে বাংলাদেশকে ৩১৮ রানের টার্গেট দিয়েছিল স্কটল্যান্ড৷ উদ্বোধনী ব্যাটসম্যান কাইল কোয়েটজার ১৩৪ বলে ১৫৬ রান করেছিলেন৷ ১১ বল বাকি রেখেই টাইগার সেই রান টপকে গিয়েছিল৷ মাত্র চার উইকেট হারিয়ে করেছিল ৩২২ রান৷ তামিম করেছিলেন ৯৫ রান৷ মাহমুদুল্লাহ আর মুশফিক রহিম করেছিলেন যথাক্রমে ৬২ ও ৬০ রান৷ ছবিতে স্কটিশ অধিনায়ককে আউট করার পর টাইগারদের উদযাপন করতে দেখা যাচ্ছে৷
দলীয় সর্বনিম্ন রান
২০১১ সালে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ৷ জুনায়েদ সিদ্দিকী (২৫) আর মোহাম্মদ আশরাফুল (১১) দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছিলেন৷ অন্যদের সংগ্রহ ছিল তামিম (০), ইমরুল কায়েস (৫), মুশফিক রহিম (০), সাকিব (৮), রকিবুল হাসান (৪), নাইম ইসলাম (১), শফিউল ইসলাম (০), আব্দুর রাজ্জাক (অপরাজিত ২) এবং রুবেল হোসেন (০)৷
সবচেয়ে বড় জয়
বিশ্বকাপে মোট ১১টি জয় পেয়েছে বাংলাদেশ৷ এর মধ্যে ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের জয়টি ছিল রানের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়৷ আর উইকেটের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টি এসেছে বারমুডার বিপক্ষে, ৭ উইকেটে৷ সেই ম্যাচে বাংলাদেশের টার্গেট ছিল ৯৬৷ খেলাটি হয়েছিল ২০০৭ বিশ্বকাপে৷
অল্প ব্যবধানে জয়
২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫ রানের জয় পায় বাংলাদেশ৷ ইংল্যান্ডকে ২৭৬ রানের টার্গেট দিয়েছিল টাইগাররা৷ এছাড়া উইকেটের হিসেবে বাংলাদেশের অল্প ব্যবধানের জয়টিও ছিল ইংল্যান্ডের বিপক্ষে৷ ২০১১ সালে চট্টগ্রামে হওয়া ঐ ম্যাচে ইংল্যান্ডের দেয়া ২২৬ রানের টার্গেট দুই উইকেট হাতে রেখে পেরিয়ে গিয়েছিল টাইগাররা৷ ছবিতে ২০১৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর টাইগারদের উল্লাস করতে দেখা যাচ্ছে৷
ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ
বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২১টি করে ম্যাচ খেলেছেন সাকিব, মুশফিক ও তামিম৷ ফলে বাংলাদেশের সেরা তিন সর্বোচ্চ রান সংগ্রহের মালিকও তাঁরা৷ তবে সবচেয়ে এগিয়ে সাকিব, তিনি করেছেন ৫৪০ রান৷ এরপর আছেন মুশফিক (৫১০ রান) ও তামিম (৪৮৩)৷ তিনজনই ২০০৭ বিশ্বকাপ থেকে দলে আছেন৷
ব্যক্তিগত সর্বোচ্চ রান
বিশ্বকাপে একমাত্র মাহমুদুল্লাহই বাংলাদেশের পক্ষে শতক হাঁকিয়েছেন৷ এবং একবার নয়, দুবার৷ দুটোই গত বিশ্বকাপে৷ ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ রান করার চারদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১২৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি৷ ছবিতে মাহমুদুল্লাহকে ঐ শতকের পর তা উদযাপন করতে দেখছেন৷
সর্বোচ্চ উইকেট
সর্বোচ্চ রান সংগ্রহকারীর মতো এই তালিকায়ও এক নম্বরে আছেন সাকিব আল হাসান৷ ২১ ম্যাচে তিনি ২৩টি উইকেট নিয়েছেন৷ এরপর আছেন আব্দুর রাজ্জাক (২০ উইকেট) ও মাশরাফি (১৮ উইকেট)৷
সবচেয়ে বেশি ‘ডাক’
অর্থাৎ শূন্য রানে সাজঘরে ফেরার এই রেকর্ডের মালিক শফিউল ইসলাম৷ ছয় ম্যাচের তিনটিতেই তিনি কোনো রান করতে পারেননি৷ এছাড়া আব্দুর রাজ্জাক (১৫ ম্যাচ), মোহাম্মদ রফিক (১৭ ম্যাচ) আর তামিমও (২১ ম্যাচ) তিনবার করে শূন্য রানে ফিরেছেন৷