1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে আডিডাসকে হারিয়ে দিল নাইকি

৮ মার্চ ২০১৪

আডিডাস আর নাইকির প্রতিদ্বন্দ্বিতাটা ফুটবল বিশ্বকাপে একতরফাই ছিল এতদিন৷ একচেটিয়া দাপট ছিল আডিডাসের৷ ব্রাজিলে এবার হেরে যাচ্ছে আডিডাস৷ রোনাল্ডোও হেরে যাচ্ছেন মেসির কাছে!

https://p.dw.com/p/1BLi8
ছবি: Yasuyoshi Chiba/AFP/Getty Images

মেসির কাছে রোনাল্ডোর হারের কথাটা স্রেফ রসিকতা৷ আর্জেন্টাইন তারকা মেসির পায়ে বুট তুলে দেবে নাইকি৷ যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠান এবার শুধু মেসি বা বার্সেলোনায় তাঁর সতীর্থ ইনিয়েস্তার মতো ফুটবলারদেরই স্পন্সর নয়, বিশ্বকাপের সবচেয়ে বেশি দলের সঙ্গেও থাকছে তারা৷ এবার মোট দশটি দলকে খেলাধুলার সরঞ্জাম সরবরাহ করবে নাইকি৷ তালিকায় রয়েছে ব্রাজিল, অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, গ্রিস, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র৷ নাইকি দশটি দলের সঙ্গে চুক্তি করলেও জার্মানির আডিডাস পেয়েছে আটটি দলকে৷ বিশ্বকাপে আগে কখনো এমন হয়নি৷ এতকাল বাস্কেটবলে প্রাধান্য ছিল নাইকির আর ফুটবলে ছড়ি ঘুরিয়ে আসছিল আডিডাস৷ ফুটবল বিশ্বকাপেও ছিল আডিডাসের দাপট৷ এবারই প্রথম বেশি দলকে সামগ্রী সরবরাহ করার প্রতিযোগিতায় নাইকির কাছে হেরে গেল আডিডাস৷

অবশ্য তারকা ফুটবলার এবং ফুটবল দুনিয়ার সেরা দলগুলোর মাঝে আডিডাসের আকর্ষণ কমেনি৷ ব্রাজিল বিশ্বকাপে স্পেন, আর্জেন্টিনা, কলম্বিয়া, জার্মানি, জাপান, মেক্সিকো, নাইজেরিয়া এবং রাশিয়া দলকে যাবতীয় ফুটবল সামগ্রী সরবরাহ করবে তারা৷

ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ই জুন৷ মাঠে মাঠে দেখা যাবে ফুটবল শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আদায়ের জন্য খেলোয়াড়দের দুর্দান্ত লড়াই৷ আড়ালে চলবে আডিডাস বনাম নাইকির লড়াই৷ বিশ্বকাপের মাধ্যমে ফুটবলে বাণিজ্যের আরো প্রসার ঘটানোর লড়াই৷

এসিবি/এসবি (এএফপি)

Adidas Logo
আডিডাস আটটি দলকে সরঞ্জাম সরবরাহ করবেছবি: picture-alliance/dpa
Logo Nike Flash-Galerie
মোট দশটি দলকে খেলাধুলার সরঞ্জাম সরবরাহ করবে নাইকি
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য