বিশ্বকাপের সেরা গোল
২৩ জুলাই ২০১৪২০১৪ বিশ্বকাপের সেরা গোল নির্বাচনের জন্য অনলাইন ভোটের আয়োজন করেছিল ফিফা ডটকম৷ নির্মম ফাউলের শিকার হয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচের এক পর্যায়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে বাধ্য হওয়া নেইমার তো বটেই এমনকি বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়া মেসিকেও ডিঙিয়ে সেরার স্বীকৃতি পেয়েছেন কলম্বিয়ার ফরোয়ার্ড হামেস রডরিগেস৷ হ্যাঁ, উরুগুয়ের বিপক্ষে চোখ ধাঁধানো ভলিতে করা তাঁর সেই গোলটিই পেয়েছে বিশ্বকাপের সেরা গোলের স্বীকৃতি৷ ৪০ লাখ ভোট পড়েছে এই গোলের পক্ষে৷ গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে দুর্দান্ত এক ডাইভিং হেডে নেদারল্যান্ডসের রবিন ফন পার্সির করা গোলটি হয়েছে দ্বিতীয় সেরা৷ মোট ভোটের তিন চতুর্থাংশই নাকি পেয়েছেন রডরিগেস৷
ফিফা ডটকম পাঠকদের বিবেচনায় ‘সেরা গোল’ করাই অবশ্য বিশ্বকাপে হামেসের একমাত্র অর্জন নয়৷ মোনাকোর এই ২৩ বছর বয়সি ফরোয়ার্ড বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেই করেছিলেন ৬ গোল৷ এবারের আসরে আর কেউ ৬টি গোল করতে পারেননি৷ ফলে বিশ্বকাপ শেষে ‘গোল্ডেন বুট’ পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে৷
ব্রাজিলের কাছে হেরে কলম্বিয়ার বিদায়ের দিনে কান্নায় ভেঙে পড়েছিলেন হামেস রডরিগেস৷ কিন্তু তারপর থেকে শুধু খুশির খবরই পাচ্ছেন৷ মঙ্গলবার ফ্রান্সের মোনাকো ক্লাব থেকে যোগ দিয়েছেন রেয়াল মাদ্রিদে৷ স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আক্রমণভাগে খামেসকে রোনাল্ডোর পাশে আনতে ৭৫ থেকে ৮০ মিলিয়ন ইউরো খরচ করেছে রেয়াল৷ টাকার অঙ্কটা ঠিক হলে ক্লাব ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলারের তালিকাতেও নাম উঠে গেছে তাঁর৷ রেয়ালের দুই তারকা গ্যারেথ বেল আর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর তাহলে হামেস রডরিগেস হয়ে গেছেন বিশ্বের তৃতীয় দামি ফুটবলার৷
এসিবি/জেডএইচ (এএফপি)