বিশ্বকাপের দলগুলো যেখানে থাকবে
বিশ্বকাপের সময় একেক দল একেক জাগয়ায় অবস্থান করবে৷ মোট ১২টি শহরে খেলা হবে৷ দেশগুলো গ্রুপ পর্বে তাদের খেলা যেখানে পড়েছে, তার আশেপাশেই থাকার ব্যবস্থা করেছে৷
ব্রাজিল
বিশ্বকাপের সময় স্বাগতিক দলের ঠিকানা রিও ডি জানেরো থেকে ৯০ কিলোমিটার দূরের ‘গ্র্যানিয়া কোমারি ট্রেনিং কমপ্লেক্স’৷ এটি ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণ কেন্দ্র৷
জার্মানি
বিশ্বকাপ চলাকালীন জার্মান দলের মূল আবাসস্থল হবে এই ‘কাম্পো বাইয়া’ রিসর্টটি৷ ব্রাজিলের বাইয়া রাজ্যে অবস্থিত এই রিসর্টটি একেবারে সমুদ্রের ধারে অবস্থিত৷
স্পেন
ব্রাজিলের একটি ফুটবল ক্লাব ‘অ্যাটলেটিকো পারেনেন্সে’৷ ছবিতে তাদের ট্রেনিং সেন্টারটি দেখা যাচ্ছে৷ আর পাশেই রয়েছে একটি হোটেল৷ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের অবস্থান হবে সেখানেই৷
ইটালি
রিও ডি জানেরো থেকে ১১০ কিলোমিটার দূরে ‘পোর্টোবেলো হোটেল ট্রেনিং সেন্টার’৷ বিশ্বকাপের সময় এখানে ইটালির ফুটবলারদের আগমন ঘটবে৷ গ্রুপ পর্বে ইটালি খেলবে উরুগুয়ে, ইংল্যান্ড আর কোস্টা রিকার সঙ্গে৷
ফ্রান্স
সাও পাওলো থেকে ৩৩৬ কিলোমিটার দূরের এই হোটেলটিতে থাকবে ফ্রান্সের খেলোয়াড়রা৷ গ্রুপ পর্বে সুইজারল্যান্ড, ইকুয়েডর আর হন্ডুরাসের মুখোমুখি হবে ফ্রান্স৷
পর্তুগাল
সাও পাওলো থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের এই রয়াল পাম প্লাজা রিসর্টে অবস্থান করবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোরা৷ গ্রুপ পর্বে পর্তগাল জার্মানি, ঘানা ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে৷
আইভরি কোস্ট
সাও পাওলোর ‘অস্কার ইন ইকো রিসর্ট’-এর একটি অংশ৷ যেখানে থাকবে আইভরি কোস্ট৷ গ্রুপ পর্বে আফ্রিকার এই দেশটি কলম্বিয়া, গ্রিস ও জাপানের বিরুদ্ধে লড়বে৷
ইংল্যান্ড
রিও ডি জানেরোর দক্ষিণে অবস্থিত ‘রয়্যাল টিউলিপ’ হোটেলে থাকবে ইংল্যান্ড দল৷