বিভিন্ন দেশে যেসব কারণে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া ক্ষুণ্ন করা, মানবাধিকার লঙ্ঘন, গণমাধ্যমকে কাজ করতে না দেয়া, রাজনৈতিক অংশগ্রহণে বাধা দিতে আইন পাস- ইত্যাদি নানা কারণে ভিসা নিষেধাজ্ঞা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র৷
কয়েক দফা ভিসা নিষেধাজ্ঞার আওতায় নাইজেরিয়া
নাইজেরিয়ার অন্যতম শীর্ষস্থানীয় নিউজ সাইট ‘দ্য ক্যাবল’ জানিয়েছে, ২০১৯ সালের পর গণতন্ত্র ও নির্বাচনি প্রক্রিয়া ক্ষুণ্ন করার অভিযোগে কয়েক দফায় নাইজেরিয়ার নির্দিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র৷
প্রথমে সতর্ক বার্তা, পরে নিষেধাজ্ঞা
২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি নাইজেরিয়ায় প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়৷ এরপর ২ মার্চ ২৯ রাজ্যে গভর্নর নির্বাচন হয়৷ তার আগে ২৪ জানুয়ারি গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ন করলে বা নির্বাচন সংক্রান্ত সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞাসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র৷ এরপর নির্বাচনের পর ২৩ জুলাই কয়েকজনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়৷
সহিংসতায় প্রাণহানি, প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত
নাইজেরিয়ার অন্যতম শীর্ষস্থানীয় অ্যানালিসিস প্ল্যাটফর্ম এসবিএম ইন্টেলিজেন্স-এর হিসাবে ২০১৯ সালের ঐ দুই নির্বাচনের সময় সহিংসতায় ৬২০ জনের বেশি মানুষ মারা যান৷ আর প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির সেই সময়কার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি (ছবিতে বামে) পুনরায় নির্বাচিত হয়েছিলেন৷
এবার নির্বাচনের আগেই ভিসা নিষেধাজ্ঞা
২০২০ সালের ১৪ সেপ্টেম্বর নাইজেরিয়ার কয়েকজনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেয়ার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র৷ এর মধ্যে এডো ও অন্ডো রাজ্যে নির্বাচন অনুষ্ঠানের আগেই কয়েকজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল৷ এছাড়া ২০১৯ সালে কোগি ও বায়েলসা রাজ্যে গভর্নর নির্বাচনে সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেয়া হয়৷
নাইজেরিয়ায় এ বছরের নির্বাচনের পর আবার নিষেধাজ্ঞা
এ বছরের ২৫ ফেব্রুয়ারি নাইজেরিয়ায় প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সংসদ নির্বাচন হয়েছে৷ আর ১১ মার্চ গভর্নর ও রাজ্য সংসদের নির্বাচন হয়৷ এসব নির্বাচনের সময় গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ন করার দায়ে কয়েকজন ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা দেয়ার কথা ১৫ মে জানায় যুক্তরাষ্ট্র৷ এর আগে গতবছর অনুষ্ঠিত দুটি রাজ্যের গভর্নর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেয়ার কথা এবছর জানুয়ারিতে জানানো হয়েছিল৷
নির্বাচন সম্পন্ন করতে না পারায় সোমালিয়ায় নিষেধাজ্ঞা
সোমালিয়ায় ২০২১ সালের ২৪ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ কিন্তু রাজনৈতিক সংকটের কারণে সেই সময় ২৭৫ আসনের মধ্যে মাত্র ২৪টিতে নির্বাচন করা সম্ভব হয়৷ বাকি আসনের নির্বাচন ২৫ ফেব্রুয়ারির মধ্যে করার কথা বলা হয়েছিল৷ কিন্তু সেই সময়সীমাও আবার পিছিয়ে ১৫ মার্চ করা হয়৷ সে কারণে ২৫ ফেব্রুয়ারি কয়েকজনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র৷ অবশেষে এপ্রিলে বাকি আসনগুলোর নির্বাচন সম্পন্ন হয়৷
উগান্ডায় নিষেধাজ্ঞা
২০২১ সালের ১৪ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ন করার দায়ে ঐ বছরের ১৬ এপ্রিল কয়েকজনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেয়ার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র৷
গণতন্ত্রের উপর হামলা করায় নিকারাগুয়ায় নিষেধাজ্ঞা
প্রেসিডেন্ট নির্বাচনের ছয় প্রার্থীসহ ২৬ জন রাজনৈতিক বিরোধীকে গ্রেপ্তার, রাজনৈতিক অংশগ্রহণে বাধা সৃষ্টিকারী বিভিন্ন আইন পাস, সুশীল সমাজ ও স্বাধীন গণমাধ্যমকে হয়রানি ইত্যাদি কারণে নিকারাগুয়ার ১০০ জনের বিরুদ্ধে ২০২১ সালের ১২ জুলাই ভিসা নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র৷ তারা সবাই দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার (ছবিতে বামে) ঘনিষ্ঠ৷
সাংবাদিক সংগঠনে অভিযান চালানোয় বেলারুশে নিষেধাজ্ঞা
২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি একটি মানবাধিকার সংস্থা, সাংবাদিক সংগঠন ও স্বাধীন ট্রেড ইউনিয়ন কর্মীদের বিরুদ্ধে অভিযান এবং ১৮ ফেব্রুয়ারি দুই সাংবাদিকে কারাদণ্ড দেয়ার বেলারুশের ৪৩ জনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র৷ এর আগে দুই দফায় আরও ৬৬ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়৷ তারা সবাই বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন৷
সিয়েরা লিওনের জন্য ভিসা নীতি
এ বছর জুনে সে দেশে নির্বাচন হয়েছে৷ এরপর ৩১ আগস্ট ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র৷ এতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ন করার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হবে৷
নির্বাচনের পর কম্বোডিয়ায় ভিসা নিষেধাজ্ঞা
২৩ জুলাই নির্বাচনের পর কম্বোডিয়ায় কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র৷ সেই সঙ্গে বিদেশি কিছু সহায়তা কর্মসূচিও স্থগিত করেছে৷ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছিলেন, কম্বোডিয়ার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি৷ দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের সিপিপি দলের কোনো শক্ত বিরোধী দল নির্বাচনে ছিল না৷
লাইবেরিয়ার জন্য ভিসা নীতি
১০ অক্টোবর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ তার আগে ২৭ সেপ্টেম্বর ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র৷ এতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ন করার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হবে৷
নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশও
বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করে গত ২৪ মে৷ এরপর ২২ সেপ্টেম্বর এই নীতির প্রয়োগ শুরুর কথা জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়৷ গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ন করায় দায়ী ব্যক্তিরা এর আওতায় পড়বেন বলে জানানো হয়েছে৷