বিভক্ত রায়ে ঝুলেই থাকল খালেদার ভবিষ্যৎ
১১ ডিসেম্বর ২০১৮বাংলাদেশের অন্যতম আলোচিত রাজনীতিবিদ খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়া নিয়ে বিভ্রান্তি এখনো কাটেনি৷ দুর্নীতির দায়ে দুই বছরের বেশি কারাদণ্ড হওয়ায় তিনটি আসনে তাঁর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা৷ এরপর নির্বাচন কমিশনে আপিল করা হলেও ইতিবাচক কোনো সিদ্ধান্ত পায়নি তাঁর দল বিএনপি৷
পরবর্তীতে খালেদার মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তাঁর আইনজীবীরা৷ হাইকোর্টের একটি বেঞ্চ সোমবার শুনানিশেষে মঙ্গলবার এই বিষয়ে বিভক্ত আদেশ দিয়েছেন৷
বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, ‘‘বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ইসিকে খালেদা জিয়ার মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দিয়ে রুল জারি করেন৷ খালেদার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় রুলে৷''
‘‘অন্যদিকে বিচারপতি মো. ইকবাল কবির এর সঙ্গে দ্বিমত পোষণ করলে খালেদার ভোটের ভাগ্য আটকে যায়,'' লিখেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
হাইকোর্টের এই বেঞ্চ বিভক্ত আদেশ দেয়ায় এখন মামলার নথিপত্র প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে পাঠানো হবে বলে জানা গেছে৷ তিনি এই বিষয়টি নিষ্পত্তির জন্য তৃতীয় একটি বেঞ্চ গঠন করে দেবেন৷ তবে এই প্রক্রিয়া শেষ হতে কেমন সময় লাগবে তা জানা যায়নি৷
এদিকেখালেদা জিয়ার মনোনয়নের বিষয়ে আদালতের বিভক্ত আদেশের পেছনে সরকারের ‘কারসাজি' রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷ ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘এটা সুস্পষ্ট যে, পেছনে সরকার কলকাঠি নাড়ছে৷ নাহলে দ্বিধাবিভক্ত রায় হবে কেন?''
উল্লেখ্য, খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন৷ এসব আসনে বিএনপির বিকল্প প্রার্থীও রয়েছেন৷
এআই/এসিবি