বিপুল দামে আইপিএল টিম কিনলেন কলকাতার শিল্পপতি
২৬ অক্টোবর ২০২১দুইটি টিমের জন্য দরপত্র চেয়েছিল আইপিএল পরিচালন সমিতি। তাতে সব চেয়ে বেশি দাম দিয়ে টিম কিনতে চেয়ে দরপত্র জমা দেয় সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গোষ্ঠী। তারা সাত হাজার ৯০ কোটি টাকা দিয়ে লখনউ টিম কিনেছে। আর পাঁচ হাজার ৬০০ কোটি টাকা দিয়ে সিভিসি ক্যাপিটাল পেয়েছে আমদাবাদ টিমের দায়িত্ব। দুইটি টিমের জন্য বোর্ড পাচ্ছে ১২ হাজার ৬৯০ কোটি টাকা।
আইপিএলের টিম কেনার লড়াইয়ে ছিল নামকরা সব সংস্থা। আদানি গ্রুপ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবার, উদয় কোটাক, অল কার্গো লজিস্টিক্স, টরেন্ট ফার্মার মতো দেশ-বিদেশের পরিচিত বড় সংস্থা দরপত্র জমা দিয়েছিল। সেখানেই বাজি মেরেছেন সঞ্জীব গোয়েঙ্কা।
আগেও আইপিএলে
এর আগেও আইপিএলের টিম কিনেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি পুণের দল কেনেন। মহেন্দ্র সিং ধোনিকেও নিলামে কেনে তারা। কিন্তু এক বছর পরে ধোনিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন তিনি। তবে পুণের টিম দুই বছরই আইপিএলে ছিল। আইপিএলের দল কেনার পর সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, ''আবার আইপিএলে ঢুকতে পেরে ভালো লাগছে। আমাদের লক্ষ্য আরো ভালো দল গঠন করা।''
গোয়েঙ্কা অবশ্য একেবারে গোড়ায় কলকাতার টিম কিনতে চেয়েছিলেন। কিন্তু পাননি। শাহরুখ খান কেকেআরের মালিক হন।
সঞ্জীব গোয়েঙ্কা ফুটবলেও আছেন। সেখানে তার দল আইএসএলে রীতিমতো ভালো খেলছে। চ্যাম্পিয়ানও হয়েছে। মোহনবাগানের সঙ্গে মিশে যাওয়ার পর টিমের নতুন নাম এটিকে মোহনবাগান।
জিএইচ/এসজি (এনডিটিভি, আনন্দবাজার)