বিধ্বস্ত খান ইউনিসে গাজাবাসীদের ফেরা
সপ্তাহব্যাপী অভিযানের পর খান ইউনিস ত্যাগ করেছে ইসরায়েলি বাহিনী৷ ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করেছে শহরের বাসিন্দারা৷
চারিদিকে ধ্বংসচিহ্ন
সপ্তাহজুড়ে চলা অভিযানে বিধ্বস্ত হয়ে পড়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস৷ ভেঙে পড়েছে হাজার হাজার বাড়ি-ঘর আর ধ্বংসাবশেষে অবরুদ্ধ রাস্তাঘাট৷ ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সদস্যরা যেন আবার দলবদ্ধ হতে না পারে সেজন্যই এই অভিযান চালিয়েছে তারা৷
হতাহতের সংখ্যা
ইসরায়েলি সামরিক বাহিনীকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এক সপ্তাহের অভিযানে ১৫০ জন বন্দুকধারী নিহত হয়েছেন৷ আর হামাস নিয়ন্ত্রিত হাজার মিডিয়া অফিস থেকে বলা হয়, অভিযানে ২৫৫ জন নিহত হয়েছেন আর ৩০ জন নিখোঁজ রয়েছেন৷
দলে দলে বাড়ি ফেরা
ইসারেয়েলের সামরিক বাহিনী খান ইউনিস ত্যাগ করার পর এভাবেই দলে দলে বাড়ি ফিরতে শুরু করেছেন বাসিন্দারা৷
পায়ে হেঁটে, গাধার গাড়িতে
গাধার গাড়িতে নিজেদের পণ্য সামগ্রী নিয়ে দলবেঁধে পরিবার ও গোত্রের সদস্যদের নিয়ে খান ইউনিসে ফিরছেন তারা৷
সংগ্রামে নারীরাও
পায়ে হেঁটে লম্বা পথ পাড়ি দিয়ে ফেরার সংগ্রামে আছেন নারীরাও৷ কাঁধে এক শিশু আর দুই পাশে দুই শিশুকে নিয়ে এভাবেই খান ইউনিসে ফিরছেন এই নারী৷ অবশ্য এই নারী একা নন৷ এমন অনেক নারীই সন্তানদের কোলে নিয়ে গৃহে ফেরার চেষ্টা করছেন৷
ধ্বংস কবরস্থান
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সামরিক অভিযানে ধ্বংস হয়েছে অনেক কবরস্থানও৷ বাড়ি ফিরে আসার পর বাসিন্দাদের অনেকেই কবরস্থান পরিদর্শন করছেন৷
দৃষ্টি অসহায়
চারিদিকে ধ্বংসের হাহাকার৷ পুনর্গঠন কবে হতে পারে জানা নেই৷ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এভাবেই তাকিয়ে আছেন এই নারী৷